ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পর্যটকদের আনাগোনা অস্বাভাবিক ভাবে বাড়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা

ভ্রমণ অনলাইনডেস্ক: দু’টো বছরের করোনাকাল শেষে এ বার রেকর্ড সংখ্যক মানুষ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। বাদ যায়নি গাড়োয়ালের বিখ্যাত ভ্যালি অব ফ্লাওয়ার্সও। জানা গিয়েছে, চলতি বছরের পাঁচ মাসে প্রায় ২০ হাজারেরও বেশি পর্যটক এখানে পরিদর্শন করেছেন। আলপাইন উপত্যকার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীজগত দেখার এমন হিড়িক আগে কখনও দেখা যায়নি।

এতেই উদ্বিগ্ন পরিবেশবিদরা। তাঁরা প্রকৃতি বাঁচানোর ব্য়াপারে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরিবেশের দিক থেকে এই ঘটনা মোটেই সুখকর নয়। যত বেশি পর্যটকের আনাগোনা বেশি হবে, উপত্যকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তত বেশি করে হবে বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।

২০১৭ সালে উপত্যকায় পর্যটকের সংখ্যা হয়েছিল ১৩,৭৫৪ জন। তার পরে ২০১৮-এ এই উপত্যকার প্রকৃতির নির্যাসের স্বাদ নিতে উপস্থিত হয়েছিলেন মোট ১৩,৯৩৬ জন। ২০১৯ -এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭,৪২৪জন। স্থানীয় বাসিন্দা, সামাজিক কর্মী , পরিবেশবিদ ও প্রেমীরা এই উপত্যকার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পর্যটকের সংখ্যায় রাশ টানার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন।

বিশেষজ্ঞদের কথা, পর্যটকদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়া প্রকৃতির জন্য মোটেই ভালো লক্ষণ নয়। এতে আরও উদ্বেগ বাড়ে। এ বার জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপত্যকায় যাওয়ার পথটি বিধ্বস্ত হয়ে যায়। তার পরই পর্যটকদের জন্য উপত্যকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যদিও তার আগে যত পর্যটক এসেছেন, সেটা অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

এই উপত্যকাটি আদতে অবস্থিত নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের বাফার জোনে। সেই কারণে উদ্বেগ বেড়েছে আরও দ্বিগুণ। কারণ এখানে একটি হেলিপ্যাড তৈরি করারও পরিকল্পনা করা হচ্ছে প্রশাসনের তরফে। পর্যটন ও আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা করা হলেও তাতে মারাত্মক কিছু ভুল পদক্ষেপ করা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়তে পারেন

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি

বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন

অপরূপ লুঙচক, যেখানে নিস্তব্ধতা তার নিজের সংজ্ঞা লেখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *