চলুন উত্তরাখণ্ডের সেই গ্রামে যেখানে পূজিত হন না হনুমান

ভ্রমণ অনলাইনডেস্ক: শ্রীরামচন্দ্র এবং হনুমান উত্তর ভারতে অন্যতম মূল আরাধ্য দেবতা। কিন্তু উত্তর ভারতের অধিকাংশ জায়গায় যখন হনুমানের পুজো হয়, তখন উত্তরাখণ্ডের চামোলি জেলার দ্রোনাগিরি গ্রামে পূজিত হন না হনুমান। গ্রামবাসীরা সবাই হিন্দু, কিন্তু হনুমানকে পুজো করেন না। হনুমানের ওপরে অভিমান রয়েছে তাঁদের।

গ্রামে কেউ হনুমানের নাম নিলে বা তাঁর পুজো করলে তাঁকে একঘরে করে দেওয়া হয়। শুনে অবাক লাগলেও, উত্তরাখণ্ডের দ্রোণাগিরি গ্রামে হনুমান একেবারে নিষিদ্ধ।

কেন? একটু বিস্তারিত ভাবে বলা যাক।

স্থানীয় বিশ্বাস, সীতাহরণের পর যখন রাবণের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চলছিল তখন মেঘনাথের বাণ লেগে লক্ষ্মণ অজ্ঞান হয়ে যান। তাঁর প্রাণ বাঁচাতে হনুমান বিশল্যকরণী গাছ খুঁজতে এই গ্রামে আসেন। গ্রামের এক মহিলা তাঁকে দ্রোনাগিরি পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানে বিশল্যকরণী গাছ দেখিয়ে দেন।

কিন্তু তার পরও হনুমান সেই সঞ্জীবনী ভেষজ চিনতে পারেননি। ফলে, পুরো পাহাড়টিকে কাঁধে তুলে নিয়ে লঙ্কার উদ্দেশে রওনা দেন। এ দিকে, স্থানীয়রা দ্রোনাগিরি পাহাড়কে ভগবানের মতো পুজো করেন। অদ্ভুত ভাবে এই পাহাড়ের চূড়াটা সমতল। স্থানীয়দের বিশ্বাস হনুমান যে হেতু পাহাড়ের একটা বড়ো অংশ কেটে নিয়ে চলে গিয়েছেন, তাই পাহাড়টা এই রকম।

যাঁকে তাঁরা ভগবানের মতো পুজো করেন, সেই দ্রোনাগিরি পাহাড়ের এই অবস্থার জন্য গ্রামবাসীরা হনুমানকেই দায়ী করেন। সেই থেকে এখানকার মানুষ হনুমানের উপর ক্ষুব্ধ। এই গ্রামে তাঁর পুজো করা হয় না। গ্রামে হনুমানের পুজো তো হয়ই না বরং কেউ তাঁর পুজো করলে তাঁকে গ্রামছাড়া করা হয় বা একঘরে করে দেওয়া হয়।

দ্রোনাগিরি ট্রেকিং

হনুমানের পুজো না করা এই স্থানটি দ্রোনাগিরি ট্রেকের জন্যও বিখ্যাত। প্রতি বছর এই ট্রেকের আকর্ষণে হাজার হাজার পর্যটক এই গ্রামে আসেন।

১১ কিলোমিটার দীর্ঘ এই জুম্মা-দ্রোনাগিরি ট্রেকটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই ট্রেকটি আপনাকে ডাহুলিগঙ্গার তীরে নিয়ে যাবে। ট্রেক শুরু করার পরে ধৌলিগঙ্গা নদীর উপর ঝুলন্ত সেতু পার হতে হবে। ট্রেক করে এই দ্রোনাগিরি গ্রামে আসা এক অনন্য অভিজ্ঞতা।

কী ভাবে যাবেন?

প্রথমে আপনাকে জোশীমঠ পৌঁছোতে হবে। জোশীমঠ থেকে নীতিগ্রামের রাস্তায় ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিলে আপনি পৌঁছে যাবেন জুম্মা। জুম্মা থেকে ১১ কিলোমিটার ট্রেক করলে আপনি পৌঁছে যাবেন দ্রোনাগিরি গ্রামে।

আরও পড়তে পারেন

খাঁড়ি, নারকেল গাছ, সমুদ্র — এক টুকরো কেরলের স্বাদ পেতে চলুন অন্ধ্রপ্রদেশের ডিন্ডি

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন

ভগবানের আপন দেশে ৬ / পৌঁছে গেলাম মেঘে ঢাকা মুন্নারে  

ভগবানের আপন দেশে ৫/ সন্ধ্যা কাটল মাত্তানচেরি, ফোর্ট কোচিনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *