আপনার হারিয়ে যাবার সফরে এবার কমলালেবুর গ্রাম সিটং
পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর এক গ্রাম সিটং। সবাই ডাকে অরেঞ্জ ভ্যালি নামে। দার্জিলিংয়ের খুব কাছেই এই গ্রামটি। নিরিবিলি এই গ্রামে কিছু পাহাড়ি মানুষের বাস। কুয়াশামাখা পাহাড়ি পথ ধরে এগোলে দেখা যাবে চারিদিকে প্রচুর কমলালেবুর বাগান। সিটং প্রবেশের সময় দেখা মিলবে পাহাড়ি রিয়াং নদী। নদীটি ছবির মত সুন্দর। নদীর কল কল শব্দ আপনাকে অনেকখানি প্রশান্তি দেবে। […]