ভ্রমণঅনলাইন ডেস্ক: উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের পর্যটনের ব্যাপারে বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে চারধাম এবং বাঁধা গতের কিছু পর্যটনকেন্দ্রের কথা। এই যেমন চোপতা, আউলি, খিরসু এই সব। কিন্তু এর বাইরেও আরও অনেক সুন্দর জায়গা রয়েছে গোটা অঞ্চলে। ইতিমধ্যেই সেই জায়গাগুলিকে প্রচারের আলোয় আনছে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম।
এমনই এক জায়গা তিলওয়ারা। তবে এই তিলওয়ারা প্রসঙ্গে বলার আগে অন্য একটা জায়গার ব্যাপারে একটু বলা যাক। তার নাম চন্দ্রপুরী। রুদ্রপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের পথে চন্দ্রপুরীতে মন্দাকিনী নদীর একদম ধারেই ছিল গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের (জিএমভিএন) রিসর্ট। এটা ছিল এক কথায় প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। কেদার-যাত্রা শুরু করার আগে চন্দ্রপুরীতে একদিন জিরিয়ে নিতেন ভ্রামণিকরা। কিন্তু ২০১৩ সালের সেই ভয়ংকর দুর্যোগে মন্দাকিনী গর্ভে চলে যায় পুরো রিসর্টটাই। একটা সুন্দর টুরিস্ট স্পট অচিরেই হারিয়ে যায় গাড়োয়ালের পর্যটন মানচিত্র থেকে।
সেই চন্দ্রপুরী থেকে রুদ্রপ্রয়াগের দিকে ১৪ কিলোমিটার গেলেই পাবেন তিলওয়ারাকে। চন্দ্রপুরীকে যে ভাবে গড়ে তুলতে চেয়েছিল জিএমভিএন, এখন তিলওয়ারাকে ঘিরে সেই স্বপ্ন দেখছে তারা। মন্দাকিনীর ধারে ছোট্ট এই জনপদে দর্শনীয় স্থান মন্দাকিনীই। প্রকৃতির সান্নিধ্যে দু’টো দিন কাটানোর জন্য এই জায়গাটা আদর্শ। তবে এখানে রাত্রিবাস করে আপনারা ঘুরে নিতে পারেন গুপ্তকাশী, মক্কুমঠ, উখিমঠের মতো জায়গাগুলো।
তিলওয়ারার জিএমভিএন পরিচালিত মন্দাকিনী রিসর্টে ৪৪টা দ্বিশয্যা ঘর রয়েছে। ভাড়া ২৬০০ থেকে ৩১০০-এর মধ্যে। বুক করতে পারেন জিএমভিএনের ওয়েবসাইট থেকে (https://gmvnonline.com/)।
আরও পড়তে পারেন
ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন
কাশ্মীর-কেরলের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গেও, রাত্রিবাস করুন হাউসবোটে