কলকাতা: হাউসবোটের কথা যখন ভাবি, প্রথমেই যেটা আমাদের মাথায় আসে তা হল কাশ্মীর, তার পরেই কেরল। তবে অনেকে মানুষ এমন আছেন, যাঁদের হাউসবোটে রাত্রিবাসের ইচ্ছে থাকলেও কাশ্মীর বা কেরলে যাওয়ার সুযোগ কখনও হয়নি বা আপাতত সেই রকম পরিকল্পনাও নেই। তাঁরা কিন্তু হাউসবোটে রাত্রিবাসের স্বাদ নিতে পারেন খোদ পশ্চিমবঙ্গেই।
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে হাউসবোটে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। ব্যারাকপুরে নিগম পরিচালিত মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির চত্বরেই গঙ্গার ওপরে এই হাউসবোট রাখা হয়েছে। এখানে পর্যটকরা একটা দিন দুর্দান্ত ভাবে থাকতে পারেন।

হাউসবোটে রয়েছে দু’টি এসি দ্বিশয্যা ঘর। ঘরভাড়া ৪ হাজার টাকা করে। ঘরভাড়ার সঙ্গে দু’জনের প্রাতরাশের খরচা ধরা আছে। সোমবার থেকে বৃহস্পতিবার প্রবীণ নাগরিকরা ১০ শতাংশ করে ছাড় পাবেন। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কোনো ছাড়ের ব্যবস্থা নেই। আগামী ১৪ অক্টোবর থেকে হাউসবোটের বুকিং শুরু হবে।
তবে গঙ্গায় ভেসে থাকতে থাকতে গঙ্গার ওপরেই রাত্রিবাসের অভিজ্ঞতা যে আপনার অনন্য হবে, তা বলাই বাহুল্য। এখানে থাকতে চাইলে পশ্চিমবঙ্গ উন্নয়ন নিগমের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক: www.wbtdcl.wbtourismgov.in।
আরও পড়তে পারেন
ভয়াবহ দুর্যোগ, পর্যটকদের জন্য আপাতত বন্ধ উত্তর সিকিম
চোখধাঁধানো স্থাপত্যের প্রাসাদ: জয় বিলাস প্যালেস, গোয়ালিয়র