ভয়াবহ দুর্যোগ, পর্যটকদের জন্য আপাতত বন্ধ উত্তর সিকিম

গ্যাংটক: পর্যটকদের ভিড়ে ঠাসা সিকিম থেকে এল উদ্বেগজনক খবর। প্রবল দুর্যোগের কারণে উত্তর সিকিম আপাতত বন্ধ করে দিল প্রশাসন। পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত উত্তর সিকিমের পারমিট দেওয়া বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।

গত কয়েক দিন ধরেই চূড়ান্ত বৃষ্টি হচ্ছে সিকিম এবং লাগোয়া উত্তরবঙ্গে। সেই কারণে পাহাড়ি নদীগুলিতে জলস্ফীতি দেখা গিয়েছে। জায়গায় জায়গায় ধস নেমেছে। পাশাপাশি উত্তর সিকিমে ধসের কারণে দুর্ঘটনার কবলে পড়েছে পর্যটক বোঝাই গাড়িও।

পুজো শেষ হওয়ায় এমনিতেই এখন ভরা মরশুম সিকিমের পর্যটনের। সে কারণেই আরও বেশি করে ঝুঁকি নিতে চাইল না প্রশাসন। কবে থেকে আবার পারমিট দেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আগামী আরও অন্তত তিন দিন সিকিম এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে থাকবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে গ্যাংটক সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক শনিবার রাতে বিচ্ছিন্ন থাকার পর রবিবার সকালে তা খুলে দেওয়া হয়। কিন্তু এ দিন বৃষ্টি আরও বেড়েছে। ফলে নদীগুলিতেও জলস্তর বাড়ছে। তিস্তা-মহানন্দা-সহ ডুয়ার্সের নদীগুলিতেও জলস্তর বাড়ছে। ফলে ফের বন্ধ করে দেওয়া হয় ওই রাস্তা।

আরও পড়তে পারেন

চোখধাঁধানো স্থাপত্যের প্রাসাদ: জয় বিলাস প্যালেস, গোয়ালিয়র

চোখধাঁধানো স্থাপত্যের প্রাসাদ: সিটি প্যালেস, জয়পুর  

চোখধাঁধানো স্থাপত্যের প্রাসাদ: লক্ষ্মীবিলাস প্রাসাদ, বডোদরা

চোখধাঁধানো স্থাপত্যের প্রাসাদ: উজ্জয়ন্ত প্রাসাদ, আগরতলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *