ভ্রমণ অনলাইনডেস্ক: বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুন্সিয়ারি। কুমায়ুনের একটা রত্ন এই মুন্সিয়ারি শহর। স্থানীয়রা আদর করে শহরটাকে হিমনগরী বলে ডাকে। এই মুন্সিয়ারিই ঢেকেছে বরফের চাদরে। বুধবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয় মুন্সিয়ারি-তথা সমগ্র উত্তরাখণ্ড জুড়ে।
তুষারশুভ্র এই মুন্সিয়ারির কিছু ছবি দেখে নিন। মুন্সিয়ারি নিবাসী সুরেশ কুমারের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবিগুলি।
এবার দেখে নিন এই তুষারপাতের কিছু ভিডিও। মুন্সিয়ারি নামক একটি ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করা হয়েছে।