অতিমারিকালে ভ্রমণ: টিকা না নেওয়া পর্যটকদের স্বাগত জানাচ্ছে ১১৮টি দেশ

ভ্রমণ অনলাইনডেস্ক: বার বার ঢেউ এবং জোরকদমে টিকাকরণের জন্য কোভিড এখন স্থানীয় এবং মামুলি রোগে পরিণত হয়ে গিয়েছে। খুব একটা কেউই আর এই রোগকে গুরুত্ব দিচ্ছে না। আর সেই সুযোগে একের পর এক দেশ পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যে বিশ্বের ১১৮টি দেশ টিকা না নেওয়া পর্যটকদের জন্য দরকার খুলে দিয়েছে। আন্তর্জাতিক ভ্রমণ শুরু হওয়ায় স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।

টিকা না নেওয়া পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়ার অর্থ হল ধীরে ধীরে আমরা নব্য স্বাভাবিকতার যুগ থেকে আবার পুরোনো স্বাভাবিকতার সময়ে ফিরে যাচ্ছি। এই ১১৮ দেশের মধ্যে উল্লেখযোগ্য হল কানাডা, জাপান, ভুটান, নিউজিল্যান্ড এবং বাহামাস। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স এবং চিন এখনও টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য দরজা খোলেনি।

বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের আচরণ বোঝা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। দু’ বছর আগের থেকে পরিস্থিতি এখন অনেকটাই আলাদা। পাশাপাশি অনেক টিকাও এখন বাজারে এসে গিয়েছে। সেই সঙ্গে পর্যটকরাও এখন আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে ভ্রমণের ব্যাপারে।

তাঁদের আশা এই ভাবে চলতে থাকলে ২০২৩-এর প্রথমার্ধেই আন্তর্জাতিক পর্যটন আবার প্রাক-অতিমারির পর্যায়ে চলে আসবে। তবে এর ফলে একটা খারাপ জিনিসও হচ্ছে। বিমানভাড়া অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। যদিও পর্যটকরা এতে হতাশ হয়ে পড়ছেন না। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তাঁরা ঠিক বেরিয়ে পড়ছেন।

আরও পড়তে পারেন

স্লেন্ডার লরিসদের জন্য ভারতের প্রথম অভয়ারণ্য হল তামিলনাড়ুতে

ভারতে প্রথম বার ‘পূর্ণিমা পর্যটন’ ও ‘জ্যোতির্বিজ্ঞান পর্যটন’ প্রকল্প শুরু করল এই রাজ্যটি

অফবিট উত্তরাখণ্ড: মন্দাকিনীর ধারে তিলওয়ারা

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *