ভারতে প্রথম বার ‘পূর্ণিমা পর্যটন’ ও ‘জ্যোতির্বিজ্ঞান পর্যটন’ প্রকল্প শুরু করল এই রাজ্যটি

জয়পুর: ভারতের প্রথম রাজ্য হিসেবে প্রথম বার ‘পূর্ণিমা পর্যটন’ এবং ‘জ্যোতির্বিজ্ঞান পর্যটন’ প্রকল্প শুরু করল রাজস্থান। পর্যটকদের ভিন্ন রকম ভ্রমণের স্বাদ দিতে মূলত রাজ্য সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

‘পূর্ণিমা পর্যটন’-এর ক্ষেত্রে পর্যটকদের পূর্ণিমার দিন রাজ্যের শহরাঞ্চলের বাইরে কোনো শান্ত, নিরিবিলি জাগয়ায় রাত্রিবাসের সুযোগ করে দেওয়া হবে। সেখান থেকে তাঁরা খুব সুন্দর ভাবে রাতের আকাশ প্রত্যক্ষ করবেন। আজকাল শহুরে মানুষজন এমন আকাশ চাইলেও দেখতে পান না খুব একটা।

রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে এই মর্মে রাজ্য পর্যটন দফতরের কাছে চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, পর্যটন দফতর এই ব্যাপারে কিছু দিনের মধ্যেই পরিকল্পনা নিয়ে ফেলবে।

কিছু দিন আগেই এই একই মন্ত্রক এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে ‘জ্যোতির্বিজ্ঞান পর্যটন’ প্রকল্প শুরু করেছে রাজস্থান। এই মর্মে রাজ্যের ৩৩টি জেলাতেই শিবির চালু করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে ৩৭টি টেলিস্কোপ কেনার অনুমতি দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রককে। এমনই জানিয়েছেন মন্ত্রকের বিদায়ী সচিব। তিনি বলেন, এর মধ্যে ৩৩টি টেলিস্কোপ ৩৩টি জেলার একটি করে জায়গায় রাখা থাকবে। আর জয়পুরের চারটে স্থানে এই টেলিস্কোপ রাখা থাকবে। সেগুলি হল যন্তরমন্তর, অম্বর ফোর্ট, মহারাজা বিশ্ববিদ্যালয় এবং জওহর কলা কেন্দ্র।

আরও পড়তে পারেন

অফবিট উত্তরাখণ্ড: মন্দাকিনীর ধারে তিলওয়ারা

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

মন্দিরময় পাথরায় এ বার ভ্রামণিকদের রাত্রিবাসের ব্যবস্থা ইয়াসিন পাঠানের বাড়িতেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *