ভ্রমণ অনলাইনডেস্ক: স্লেন্ডার লরিসদের (Slender Loris) জন্য দেশের প্রথম অভয়ারণ্য তৈরি হল তামিলনাড়ুতে ৷ করুর এবং ডিন্ডিগুল জেলায় ১১ হাজার ৮০৬ হেক্টর এলাকা জুড়ে থাকা জায়গাকে কাদুভুর স্লেন্ডার লরিস অভয়ারণ্য (Kadavur Slender Loris Sanctuary) হিসেবে স্বীকৃতি দিল তামিলনাড়ু সরকার৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।
খুব ছোটো নিশাচর স্তন্যপায়ী প্রাণী এই স্লেন্ডার লরিস ৷ এরা বেশির ভাগ সময়টাই গাছে কাটায়। কৃষকদের খুবই উপকারে লাগে এই প্রাণী। কৃষিজমিতে নতুন ফসলে যে কীটপতঙ্গ ধরে যায়, এই প্রাণী সেগুলির জৈবিক শিকারী হিসাবে কাজ করে ।
এই স্লেন্ডার লরিসকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। তবে বাস্তুতন্ত্রে এই প্রাণীর বিশেষ ভূমিকা রয়েছে । এই প্রাণীকে বাঁচিয়ে রাখা ভীষণ জরুরি। আর সেই কারণেই এদের জন্য নির্দিষ্ট আবাসস্থল দরকার। এদের সংরক্ষণ করাও খুব জরুরি বলে জানিয়েছেন তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুপ্রিয়া সাহু।
আরও পড়তে পারেন
ভারতে প্রথম বার ‘পূর্ণিমা পর্যটন’ ও ‘জ্যোতির্বিজ্ঞান পর্যটন’ প্রকল্প শুরু করল এই রাজ্যটি
অফবিট উত্তরাখণ্ড: মন্দাকিনীর ধারে তিলওয়ারা
কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী
কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর