মন্দিরময় পাথরায় এ বার ভ্রামণিকদের রাত্রিবাসের ব্যবস্থা ইয়াসিন পাঠানের বাড়িতেই

ভ্রমণঅনলাইন ডেস্ক: গা ঘেঁষে বইছে কংসাবতী। নদীর পাশে পর পর প্রাচীন মন্দির। গায়ে নিখুঁত টেরাকোটার কাজ। এই হল মন্দিরময় পাথরা। তবে পাথরা মানে শুধুই এটা নয়।

পশ্চিম মেদিনীপুরের পাথরা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পীঠস্থান। পাথরা মানেই ইয়াসিন পাঠান। কংসাবতীর তীরে অবস্থিত ৩৪টি মন্দির ও মন্দির সংলগ্ন ২৫ বিঘা জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (এএসআই)। সেটা ২০০৩ সাল। এএসআই-এর এই অধিগ্রহণের পিছনে যাঁর ভূমিকা সব চেয়ে বেশি তিনি ইয়াসিন পাঠান।

পরে ১৯টি মন্দির সংস্কার হয়। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্যই মন্দির সংস্কার হয়। তবে দীর্ঘদিন কোনো সংস্কারের কাজ হয়নি। অবশেষে গত কয়েক বছরে পাথরার পরিকাঠামো উন্নয়নে হাত লাগিয়ে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার। কংসাবতীর ধারে হয়েছে পার্ক, নজর মিনার।

ইয়াসিন পাঠান

তবে একটা জিনিসের বড্ড অভাব ছিল পাথরায়। ভ্রামণিকদের রাত্রিবাসের ব্যবস্থা। কাছাকাছি থাকার একমাত্র উপায় ছিল মেদিনীপুর শহর। কিন্তু সেই সমস্যাও এখন দূর হয়ে গিয়েছে। কারণ সেই ইয়াসিন পাঠানই এখন তাঁর বাড়িতে হোমস্টে গড়ে তুলেছেন। নাম দিয়েছেন ‘মন্দিরময় পাথরা ফ্যামিলি হোমস্টে।’

বর্তমানে পাথরায় ৪২টি মন্দির এবং কংসাবতী নদীর তীরে নির্জন প্রাকৃতিক মনোরম পরিবেশে পার্ক। কিন্তু এই হোমস্টেতে রাত্রিবাস করলে আরও কিছু দেখে নেওয়ার সুযোগ থাকবে আপনার। নদীর ওপারে মাত্র পনেরো মিনিটের হাঁটা দূরত্বে বেড় জনার্দনপুর গ্রামে রয়েছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম ঔঁকারনাথের দীক্ষা গুরু দয়াল মহারাজের জন্মভিটা। রয়েছে লক্ষ্মীজনার্দন তথা সীতারাম মন্দির এবং দয়াল মহারাজ তথা রামদয়াল মজুমদার ও তাঁর ভাই নীলকন্ঠ মজুমদারের লেখা বইপত্রের লাইব্রেরি।

এই মন্দিরময় পাথরা থেকে তিন কিলোমিটার দূরে জিনসর গ্রামে রয়েছে হাজার বছরের প্রাচীন জৈন মন্দির। হোমস্টে থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে দেখে নিতে পারেন সদৃশ্য প্রাচীন বুড়াপীর বাবার মাজার শরীফ ও অপরূপ নকশা কাটা মসজিদ। শুধু তা-ই নয়, যদি একটা আরও দিন এই হোমস্টেতে রাত্রিবাস করেন, তা হলে পশ্চিম মেদিনীপুরের আরও কিছু দর্শনীয় স্থান দেখে নেওয়া যেতে পারে, যেমন কুরুমবেড়া ফোর্ট, মোগলমারি বৌদ্ধবিহার।

হোমস্টের বিস্তারিত তথ্য

খুব সুলভে এই হোমস্টেতে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। চারশয্যা (এসি) ঘরের ভাড়া ৬০০ টাকা, দ্বিশয্যা (নন-এসি) ঘরের ভাড়া ৪০০ টাকা। যোগাযোগের নম্বর: ৯৯৩২৭৮৫১২৬, ৭০০১৩৮২২০৭, ৯৯৩২৪৬৮৭৪২।

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

দীর্ঘ ৬০ বছর পর ভ্রামণিকদের জন্য খুলল ট্রান্স ভুটান ট্রেল

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *