থিম্পু: কিছু দিন আগেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে ভুটান। এ বার ষোড়শ দশকের একটি ট্রেকপথও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। এই পথটা খোলা হচ্ছে দীর্ঘ ৬০ বছর পর। ৪০৩ কিলোমিটার দীর্ঘ এই ট্রেকপথটা বৌদ্ধ তীর্থযাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশটার পূর্ব এবং পশ্চিমে অবস্থিত পবিত্র বৌদ্ধ স্থানগুলি সংযুক্ত করে এই ট্রেল।
এই ট্রেকপথটা পুনরুদ্ধার করার পেছনে যাঁর অবদান সব থেকে বেশি, তিনি স্যাম ব্লিথ। অলাভজনক সংস্থা ভুটান-কানাডা ফাউন্ডেশনের অন্যতম কর্তা ব্লিথ বলেছেন যে এই ট্রেকপথ থেকে যে আয়টা হবে, তার ১০০ শতাংশই দু’ ভাবে ব্যবহার করা হবে, প্রথমত এই পথের রক্ষণাবেক্ষণে আর দ্বিতীয়ত, স্থানীয় মানুষদের সাহায্যে।
ভুটানের পশ্চিমে অবস্থিত হা থেকে পূর্বে অবস্থিত তাশিগাংকে এই প্রাচীন তীর্থপথটি সংযুক্ত করে। ১৯৬০ পর্যন্ত তীর্থযাত্রী, পত্রবাহক, সেনা এবং ব্যবসায়ীরা পথটি ব্যবহার করতেন। তবে কী কারণে এই পথটি বন্ধ হয়ে গেল, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলে না গেলেও এর সঙ্গে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের একটা সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু হেঁটেই নয়, নতুন ভাবে তৈরি হওয়া এই পথে বাইকেও যাওয়া যাবে বলে জানিয়েছেন ব্লিথ।
আরও পড়তে পারেন
ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন
ভগবানের আপন দেশে ৬ / পৌঁছে গেলাম মেঘে ঢাকা মুন্নারে
ভগবানের আপন দেশে ৫/ সন্ধ্যা কাটল মাত্তানচেরি, ফোর্ট কোচিনে
কাশ্মীর-কেরলের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গেও, রাত্রিবাস করুন হাউসবোটে