অতিবৃষ্টি জারি উত্তরবঙ্গে, বিপাকে পর্যটকরা

শিলিগুড়ি: পুজো সবে শেষ হওয়ায় এখন পর্যটকভর্তি মরশুম উত্তরবঙ্গে। কিন্তু এরই মধ্যে বাধ সাধছে অতিবৃষ্টি। এই প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। পাশাপাশি, উত্তরের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হল হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা।

মঙ্গলবারও বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। ওই দিন উত্তরের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। যার ফলে বায়ুমণ্ডলের উপরিভাগে অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেই বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

বস্তুত, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিম। রবিবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে তরাই এবং ডুয়ার্সে। বর্ষণের জেরে বিপাকে উত্তর সিকিমে এবং পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা। বৃষ্টির জেরে সিকিমে ১০ নম্বর জাতীয় সড়কের কয়েকটি জায়গায় ধসও নেমেছে। লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে।

তবে স্বস্তির খবর এই যে বুধবারের পর বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। তার পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে।

আরও পড়তে পারেন

দীর্ঘ ৬০ বছর পর ভ্রামণিকদের জন্য খুলল ট্রান্স ভুটান ট্রেল

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন  

ভগবানের আপন দেশে ৬ / পৌঁছে গেলাম মেঘে ঢাকা মুন্নারে  

ভগবানের আপন দেশে ৫/ সন্ধ্যা কাটল মাত্তানচেরি, ফোর্ট কোচিনে

কাশ্মীর-কেরলের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গেও, রাত্রিবাস করুন হাউসবোটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *