উত্তরবঙ্গের উন্নয়নের কান্ডারি হবে এশিয়ান সড়ক প্রকল্প, বললেন মুখ্যমন্ত্রী

ভ্রমণ অনলাইনডেস্ক: একটি হাইওয়ে প্রকল্পে জুড়তে চলেছে চারটি দেশ। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান। তার মধ্যেই লুকিয়ে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির বীজ। এশিয়ান হাইওয়ের মাধ্যমে তিন প্রতিবেশী দেশের সঙ্গে সড়ক যোগাযোগ উত্তরবঙ্গের উন্নতির কাণ্ডারী হতে চলেছে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বৃহস্পতিবার হাসিমারার সরকারি অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। ভারত-সহ চারটি দেশের সীমান্ত এলাকা এই সড়ক প্রকল্পে যুক্ত। তাই এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বা এডিবি এতে আর্থিক সহযোগিতা করছে। মুখ্যমন্ত্রী জানান, “খুব শীঘ্রই চারটি দেশের সঙ্গে রাস্তা জুড়ে যাচ্ছে। আপনারা গাড়ি নিয়ে সড়কপথে যাতায়াত করতে পারবেন।”

মূলত রাজ্যের পর্যটন উন্নতির কথা মাথায় রেখে উত্তরবঙ্গকে সেই তালিকায় এক নম্বরে আনতেই এই পদক্ষেপ বলে মত তাঁর। এর পাশাপাশি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে রাজ্য সরকার ‘জয়ী ব্রিজ’, ‘কালজানি ব্রিজ’ নির্মাণ করেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

সড়ক ব্যবস্থার উন্নতির কারণেই হাসিমারায় নতুন বিমানবন্দর তৈরি করার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি, আগামী দিনে এই অঞ্চলে আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *