ভ্রমণ অনলাইনডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটা গ্রাম ধোতরে, মানেভঞ্জন থেকে যার দূরত্ব ২০ কিলোমিটার। এই গ্রামেই নানা রূপে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।

পাহাড়ের খাঁজে খাঁজে সাজানো প্রতিটি বাড়ির চাল সবুজ রঙের টিন দিয়ে ঢাকা, যার জন্য এই গ্রামের আরেক নাম ‘গ্রিন ভিলেজ’। সব বাড়ির সামনে এক চিলতে জমিতে গাজর, বিন, মটরশুঁটি, আলু আর কপির চাষ হচ্ছে। সেই সঙ্গে রয়েছে যত দূর চোখ যায় আকাশচুম্বী পাইনগাছের ঘন বন। পাখির কলতান তো রয়েছেই।

ধোতরের উচ্চতা সমুদ্রতল থেকে সাড়ে আট হাজার ফুট। ফলে ভরা শীতে ধোতরেতে তুষারপাতের অভিজ্ঞতাও সঙ্গী হতে পারে আপনার।

কী আছে এই ধোতরেতে? এখানে আছে অপরিসীম নির্জনতা, সরল একটা হাসি নিয়ে স্থানীয় হোমস্টের বাসিন্দাদের নির্ভেজাল আতিথেয়তা আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা।

সূর্যোদয়ের আগেই উঠে পড়ুন ঘুম থেকে। হোমস্টের ছাদে চলে যান, বা একটু দূরে অবস্থিত ভিউ পয়েন্টটায়। ধীরে ধীরে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার ওপরে রঙের খেলা। মনে হবে স্বয়ং বুদ্ধদেব আপনার সামনে শুয়ে রয়েছেন।
ছবি: শ্রয়ণ সেন