পরিবেশ সচেতনতার বার্তা দিতে জমে যাওয়া প্যাঙ্গং হ্রদে ম্যারাথনের আয়োজন

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী বছর ২০ ফেব্রুয়ারি এক অন্য রকম ম্যারাথন দেখতে চলেছে লাদাখ। বরফে জমে যাওয়া প্যাঙ্গং হ্রদে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে। এর নাম দেওয়া হয়েছে, ‘দ্য লাস্ট রান।’ নামটা অদ্ভুত শোনালেও এই ম্যারাথন আয়োজন করার কারণটাও যে ভীষণ গুরুত্বপূর্ণ।

অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন অব লাদাখের তরফে আয়োজিত এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া।

২১ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ের জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এটা যে হেতু অত্যন্ত শক্ত একটা দৌড়, তাই যাঁরা এটায় যোগ দেবেন, তাঁদের অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। অতীতে সমুদ্রতল থেকে ১০ হাজার ফুট উচ্চতার জায়গায় তাঁদের দৌড়ের অভিজ্ঞতা রয়েছে কি না, সেটা দেখা হবে। এ ছাড়া প্রতিযোগীদের প্যাঙ্গং-এর পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেক সময় দেওয়া হবে।

এমনিতেও এই ম্যারাথনটি গিনেস বুকে নাম তুলবে। কারণ এর আগে এত উচ্চতায় কোনো ম্যারাথন বিশ্বের কোথাও হয়নি। এই ম্যারাথনটি হবে সমুদ্রতল থেকে ১৩ হাজার ৬৮২ ফুট উচ্চতায়। পুরো দৌড়টাই হবে একেবারে জমে যাওয়া হ্রদের ওপর দিয়ে, সেটা এই ম্যারাথনের অন্যতম একটা আকর্ষণের বস্তু।

যারা এই ম্যারাথনে যোগ দিতে ইচ্ছুক, তাদের জন্য ৯ রাত ১০ দিনের বিশেষ প্যাকেজের আয়োজন করা হয়েছে।

🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!

👉 বুক করতে এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top