ভ্রমণ অনলাইনডেস্ক: ঝাড়খণ্ডের পূর্ব সিংভুম জেলাকে পর্যটন-মানচিত্রে আরও আকর্ষণীয় করে তোলার চিন্তাভাবনা করছে প্রশাসন। ঠিক সেই কারণেই ওই জেলায় ১৩টি নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চাইছে তারা। তবে এগুলো নতুন কোনো কেন্দ্র নয়, পুরোনো কেন্দ্রগুলোকেই নতুন করে গড়ে তোলা হবে, পরিকল্পনা এমনই।
পরিকাঠামোর অভাবেই ঝাড়খণ্ড এখনও পর্যটন-মানচিত্রে সে ভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। সে কারণেই এই উন্নয়নের চিন্তাভাবনা করছে প্রশাসন। সরকার এবং প্রশাসনের উদ্দেশ্য এর মধ্যে দিয়ে ‘গ্রাম্য পর্যটনের বিকাশ ঘটানো।
যে কেন্দ্রগুলোকে নতুন করে গড়ে তোলা হবে সেগুলি হল ধারাগিরি জলপ্রপাত, কাশীডাঙা শিবমন্দির, সিদ্ধেশ্বর পাহাড়, সান্তালা পাহাড়, কানাইশ্বর হিলটপ, গোটাশিলা পাহাড়, কিয়া জলপ্রপাত, জ্যোতি পাহাড়, গালুডি জলাধার, লকাইডিহ, মুক্তেশ্বর ধাম হরিনা, কালেশ্বর ধাম এবং কোকড়া।
শুধু এই পর্যটনকেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলাই নয়, এখানে যাতে স্থানীয় মেলার আয়োজন করে স্থানীয় মানুষদের জীবিকার উন্নয়ন এবং পর্যটকদের মধ্যে আকর্ষণের বস্তু আরও বাড়ানো যায়, সে কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।