প্রজাতন্ত্র দিবসের ছুটিতে ভারী তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে, ঘুরে আসতে পারেন

ভ্রমণ অনলাইনডেস্ক: চলতি শীতের মরশুমে তুষারপাতের পালা শুরু হয়েছে বেশ কিছুটা দেরিতে। ডিসেম্বরে সে ভাবে বরফ পড়েইনি। ঠিক সেই কারণেই গত ১২২ বছরের মধ্যে সব থেকে উষ্ণ ডিসেম্বর রেকর্ড করেছে ভারত। তবে জানুয়ারি শুরু হতেই আবহাওয়া বদলে যেতে শুরু করেছে।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দিচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে দফায় দফায় তুষারপাত হচ্ছে। তবে মরশুমের সব থেকে ভারী তুষারপাতের পালাটি এ বার আসতে চলেছে পাহাড়ে। প্রজাতন্ত্র দিবসের ছুটিতে সেই কারণেই পাহাড়ে ঘুরে আসতে পারেন আপনারা।

২৩ জানুয়ারি নাগাদ একটি ভীষণ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ভারতে হানা দিতে শুরু করবে। ওই ঝঞ্ঝাটির প্রভাব ২৭-২৮ জানুয়ারি পর্যন্ত গোটা উত্তর ভারতে থাকবে। কাশ্মীর, লাদাখ, হিমাচল তো বটেই, এমনকি এই যাত্রায় উত্তরাখণ্ডেও প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঝঞ্ঝাটি এতটাই শক্তিশালী যে এর প্রভাবে পঞ্জাব, দিল্লিতে ভারী বৃষ্টিও হতে পারে।

ঠিক সেই কারণেই ছোট্ট ছুটিতে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে শিমলা, মানালি ঘুরে আসতে পারেন। তা হলে দারুণ তুষারপাত উপভোগ করতে পারবেন।

তবে শুধু উত্তরের পাহাড়ই নয়, ওই ঝঞ্ঝাটি পূর্ব ভারতে সরে এলে ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে দার্জিলিং জেলা এবং সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই মরশুমে সিকিমেও ভালো তুষারপাত সে ভাবে হয়নি। ফলে ওই ঝঞ্ঝার দিকেই তাকিয়ে সকলে।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *