ধসে বিপর্যস্ত উত্তর সিকিম, তিনশো পর্যটককে উদ্ধার সেনার

গ্যাংটক: হোটেল ব্যবসায়ীদের দেওয়া সতর্কতা তাঁরা শোনেননি। উত্তর সিকিম থেকে গ্যাংটক ফেরার তাগিদে খারাপ আবহাওয়া উপেক্ষা করেই তাঁরা লাচুং এবং লাচেনের বিভিন্ন হোটেল থেকে বেরিয়ে পড়েছিলেন। ফল, পথেই আটকে পড়া। এমনই তিনশো জন পর্যটককে উদ্ধার করল সেনা।

গত মঙ্গলবার রাতে এই উদ্ধার অভিযান চালায় সেনা, আইটিবিপি এবং স্থানীয় পুলিশ। লাচুং- চুংথাং এবং লাচেন -চুংথাংয়ের মাঝে বিভিন্ন জায়গায় ধসে আটকে পড়েছিলেন পর্যটকরা। সোমবার রাতে সবাইকে নিরাপদে উদ্ধার করে চুংথাংয়ে নিয়ে আসেন সেনা জওয়ানরা।

এ দিকে, চুংথাং থেকে গ্যাংটকের মাঝে পেগংয়ে ভয়াবহ ধস নেমেছিল। সোমবার সকালে জওয়ানরা সেই ধসের জায়গাটি নিরাপদে পর্যটকদের পার করিয়ে দেন। তার পর ধসাঞ্চলের ওপারে থাকা গাড়িতে করে পর্যটকরা গ্যাংটকের উদ্দেশে রওনা হয়ে যান।

উল্লেখ্য, বৃষ্টির দাপট কমলেও উত্তর সিকিম এখনও বিপর্যস্ত। এমনিতেও এখন পর্যটকে ভরতি এই সব জায়গা। তাও আবহাওয়ার পরিস্থিতি দেখে নিজেদের হোটেল থেকে পর্যটকদের বেরোতে নিষেধ করেছিলেন ভ্রমণ ব্যবসায়ীরা। সিকিমে ব্যবসা করেন এমন এক হোটেল মালিকের কথায়, “আমি আমাদের অতিথিদের বলেছিলাম, বুকিংয়ের মেয়াদ শেষ হয়ে গেলেও আমাদের লাচুং আর লাচেনের হোটেলে থেকে যান। ডাল-ভাত খাইয়ে দিতে পারব। অনেকে সেটা শুনেছেন। কিন্তু যাঁরা শোনেননি, বিপদে পড়েছেন রাস্তায় বেরিয়ে।”

ওই ব্যক্তির আশংকা এখনও কিছু দিন উত্তর সিকিমের রাস্তা বন্ধ থাকবে। কারণ বৃষ্টি কমে রোদ উঠলেও মাটি অত্যন্ত নরম থাকবে। তাই জায়গায় জায়গায় ধসের আশংকা থেকে যাচ্ছে।

আরও পড়তে পারেন

অফবিট উত্তরাখণ্ড: মন্দাকিনীর ধারে তিলওয়ারা

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

দীর্ঘ ৬০ বছর পর ভ্রামণিকদের জন্য খুলল ট্রান্স ভুটান ট্রেল

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *