শুধুমাত্র পর্যটকদের জন্য কলকাতার বিভিন্ন স্থানে ‘পিক-আপ’ আর ‘ড্রপ পয়েন্ট’ করার ভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: কলকাতাকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিল অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম্‌ সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গল (এটিএসপি)। সেই পদক্ষেপের অংশ হিসেবে কলকাতার বিভিন্ন স্থানে শুধুমাত্র পর্যটকদের জন্য ‘পিক আপ’ এবং ‘ড্রপ’ পয়েন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুর অপারেটররা পর্যটকদের নিয়ে কলকাতা ঘোরানোর ক্ষেত্রে নানা রকম অসুবিধেয় পড়েন। ট্র্যাফিক সংক্রান্ত নিয়মের জেরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পর্যটকদের যানবাহনে ওঠাতে ও নামাতে বিস্তর অসুবিধা হয়। এমনকি, হোটেলের সামনেও অনেক সময় পর্যটকদের বাস থেকে নামানো বা বাসে ওঠানো সম্ভব হয় না।

এই সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থাটির তরফে। শহরের কিছু জায়গা পর্যটন-গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই পিক আপ ও ড্রপ পয়েন্টে শুধুমাত্র এই সংস্থার উদ্যোগে পরিচালিত যানবাহন পর্যটকদের গাড়িতে ওঠাতে এবং গাড়ি থেকে নামাতে পারবেন।

এই লক্ষ্যে শহরের নানা অংশে স্থান নির্বাচনের জন্য পর্যবেক্ষণও চালানো হয়েছে৷ বাণিজ্যিক ভাবে নথিভুক্ত গাড়ি সেখানে আরোহীদের নামাতে এবং ওঠাতে পারবেন। এই পয়েন্টগুলোতে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকবে।

আরও পড়তে পারেন

শান্তিপুরে পালিত হচ্ছে রাস উৎসব, অন্যতম আকর্ষণ রাইরাজা

শান্তিপুরের রাস উৎসবের কেন্দ্রে থাকেন বড়ো গোস্বামীবাড়ির শ্রীশ্রীরাধারমণ জিউ

গোপীনাথ জিউ-এর রাস উৎসবে মেতে উঠেছে শোভাবাজার রাজবাড়ি

এ বার থেকে সারা বছরই আলোকদ্ভাসিত থাকবে চিত্তোরগড় কেল্লা

শীতের মুখে রাজ্যে ই-ভেসেল পরিষেবা শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *