শীতের মুখে রাজ্যে ই-ভেসেল পরিষেবা শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

cruise on ganga

ভ্রমণ অনলাইনডেস্ক: শীতের মরশুমে পরিবহণ দফতর দক্ষিণবঙ্গের ৬টি জেলার মধ্যে চলাচলের জন্য নতুন ২২টি ‘ই-ভেসেল’ পরিষেবা শুরু করতে চলেছে। হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন রুটে বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় কেনা হয়েছে ৮০ থেকে ১০০ আসনের এই জলযানগুলি।

প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য মোট ২০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই পরিষবা চালু হলে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার মানুষ উপকৃত হবেন। নতুন জলযান চালানোর জন্য ৯টি জেটিঘাট সংস্কার করা হয়েছে। সেখানে অত্যাধুনিক ‘স্মার্ট গেট’ বসানো হয়েছে।

এই স্মার্ট গেটের অর্থ, যাত্রীদের ভেসেল উঠতে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক হবে। সেই অর্থ সরাসরি সরকারের কোষাগারে জমা পড়বে। আগামী ১০ নভেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই নতুন এই পরিষেবা শুরু হবে। প্রতিটি ভেসেলের জন্য খরচ হচ্ছে প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা।

রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে যানজট মোকাবিলা করতে এবং দূষণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার জলপথ পরিবহণের ওপর নজর দিতে চায়। সেই লক্ষ্যেই এই ২২টি নতুন ‘ই-ভেসেল’ যাত্রী পরিবহণের জন্য নামানো হচ্ছে।

আরও পড়তে পারেন

হেঁটে চিনুন ওড়িশাকে, ভুবনেশ্বরকে কেন্দ্র করে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগ

শান্তিপুরের রাস উৎসবের কেন্দ্রে থাকেন বড়ো গোস্বামীবাড়ির শ্রীশ্রীরাধারমণ জিউ

চলুন ঘুরে আসি রাজস্থান ৩: বিকানের-জৈসলমের-বাড়মের-জোধপুর

চলুন ঘুরে আসি রাজস্থান ২: জয়পুর-ফতেপুর-বিকানের-অজমের

চলুন ঘুরে আসি রাজস্থান ১: আগ্রা-ভরতপুর-দৌসা-জয়পুর-সরিস্কা-অলওয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *