এ বার থেকে সারা বছরই আলোকদ্ভাসিত থাকবে চিত্তোরগড় কেল্লা

ভ্রমণ অনলাইনডেস্ক: এখন থেকে সারা বছরই আলোকদ্ভাসিত থাকতে চলেছে চিত্তোরগড় কেল্লা। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। ভারতের প্রথম কেল্লা হিসেবে চিত্তোরগড়ই সারা বছর আলোকদ্ভাসিত থাকতে চলেছে।

অষ্টম শতকের এই কেল্লা ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। সারা বছর যাতে কেল্লা দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকে এবং পর্যটকদের একটু ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়া যায়, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এই প্রকল্পের জন্য ৮ কোটি টাকা খরচ হতে চলেছে রাজস্থান সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে সবুজ সংকেতও পাওয়া গিয়েছে। পাশাপাশি বাঁদরদের বাঁদরামি বন্ধ করার জন্যও বিশেষ কিছু পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে সারা বছর কেল্লাটি আলোকদ্ভাসিত থাকবে মানে এই নয় যে সারা বছরই তা পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে দূর থেকে যাতে কেল্লা দর্শন করা যায় সে কারণে কিছু পয়েন্ট তৈরি করা হবে। ২০ কিলোমিটার দূরত্ব থেকেও যাতে কেল্লাটি সন্ধ্যার আলোয় দেখা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে , কেল্লার অন্তর্গত কুম্ভ মহল, পদ্মিনী মহল, ভামাশাহ মহল, মীরা মন্দির, ভীমালত মন্দির, কুকদেশ্বর কুন্দ, তোপখানা বিল্ডিং, রতন সিংহ মহল-সহ কেল্লার আরও বেশ কিছু জায়গায় এই বিশেষ আলোর ব্যবস্থা রাখা হচ্ছে।

আরও পড়তে পারেন

শীতের মুখে রাজ্যে ই-ভেসেল পরিষেবা শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

হেঁটে চিনুন ওড়িশাকে, ভুবনেশ্বরকে কেন্দ্র করে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগ

শান্তিপুরের রাস উৎসবের কেন্দ্রে থাকেন বড়ো গোস্বামীবাড়ির শ্রীশ্রীরাধারমণ জিউ

চলুন ঘুরে আসি রাজস্থান ৩: বিকানের-জৈসলমের-বাড়মের-জোধপুর

চলুন ঘুরে আসি রাজস্থান ২: জয়পুর-ফতেপুর-বিকানের-অজমের

চলুন ঘুরে আসি রাজস্থান ১: আগ্রা-ভরতপুর-দৌসা-জয়পুর-সরিস্কা-অলওয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *