উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে এ বার আলাদা টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও পর্যটনের সঙ্গে যুক্ত অংশীদারদের নিয়ে তা তৈরি করা হবে। বুধবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ও ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক হয়। মুখ্যসচিবের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন সচিব সৌমিত্র মোহন, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসকরা ও পর্যটন দফতরের আধিকারিকরা। আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক।

পর্যটন ক্ষেত্রে নানা রকম দিক খোঁজার চেষ্টা চলছে। গ্রাম্য পর্যটন, আধ্যাত্মিক পর্যটন, হেরিটেজ পর্যটন, অ্যাডভেঞ্চার পর্যটনের ক্ষেত্রে বিশেষ জোর দেওযা হচ্ছে। তবে এই ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গিয়েছে। পর্যটন মরশুমে এই অঞ্চলের গাড়ির চালকরা মাত্রাতিরিক্ত ভাড়া দাবি করে। যার জেরে পর্যটকদের হয়রানির শিকার হতে হয়।

এ দিনের বৈঠকে মুখ্যসচিবের কাছে সেই বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে পরিবহন সচিব, সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করার চেষ্টা হবে বলে জানান দ্বিবেদী।

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: চলুন দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ স্মৃতিধন্য ভবতারিণীকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *