জোরকদমে চলছে পর্যটনের সঙ্গে যুক্তদের টিকাকরণ, পর্যটকদের পথ চেয়ে উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গে পর্যটনশিল্পের সঙ্গে যুক্তদের টিকাকরণের ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেইমতোই শিলিগুড়ির মুন্সি প্রেমচাঁদ কলেজ ও দার্জিলিংয়ের গোর্খা রঙ্গমঞ্চে শুক্রবার থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে।

উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা মেলা ভার। এই সৌন্দর্য উপভোগ করতে একটু সুযোগ পেলেই দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। কথায় বলে উত্তরবঙ্গের অর্থনীতি নির্ভর করে আছে তিনটি ‘টি’-এর উপরে – টি, টিম্বার আর ট্যুরিজম। অর্থাৎ চা, কাঠ আর পর্যটন।

কিন্তু গত বছর এবং চলতি বছরে করোনা পরিস্থিতির কারণে দেশের সব জায়গার মতো উত্তরবঙ্গেও প্রচণ্ড মার খেয়েছে পর্যটন। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে পাহাড়ে ও ডুয়ার্সে পর্যটকদের আগমন কিছুটা বেড়েছিল। আবার করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই পর্যটন বন্ধ হয়ে যায়।

এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। রাজ্য সরকার লকডাউন বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে, যদিও গণপরিবহণ এখনও স্বাভাবিক হয়নি। কিন্তু যে হেতু ট্রেন আবার চালু হয়েছে সে হেতু উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা কাজকর্ম স্বাভাবিক করার চেষ্টা করছেন, হোটেল-হোমস্টে খুলছেন এবং প্রয়োজনে পুলিশের অনুমতি সংগ্রহ করে নিউ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশন পর্যটকদের গন্তব্যে নিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে টিকাকরণের মাধ্যমে উত্তরবঙ্গে পর্যটনকে নিরাপদ করার ব্যবস্থা হচ্ছে। এখানকার পর্যটন ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী এবং তাঁদের কর্মীরা। তাঁদের টিকাকরণ শুরু হওয়ায় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই আশার আলো দেখছেন।

পর্যটন ব্যাবসায়ী সম্রাট সান্যাল বলেন, করোনা তাঁদের ডুবিয়েছে। এ বার ভ্যাকসিনকে আঁকড়ে ধরেই পর্যটনশিল্পকে বাঁচাতে চাইছেন ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের মধ্য দিয়ে অর্থনৈতিক মেরুদণ্ড নতুন করে শক্তিশালী করতে ভ্যাকসিনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন তাঁরা।

পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া তো চলছেই, সেই সঙ্গে দু’টি ডোজ নেওয়া থাকলে পর্যটকদেরও বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। কারণ টিকাকরণ হয়ে গেলে এখানকার পর্যটনের দরজা আরও ভালো ভাবে খুলে যাবে। শক্তিশালী হবে এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড।

আরও পড়ুন: দর্শনার্থীদের জন্য খুলে গেল কালীঘাট মন্দির, তবে গর্ভগৃহে প্রবেশ নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *