ভ্রমণ অনলাইনডেস্ক: কোভিডের কারণে দু’বছর কিছুটা ম্রিয়মাণ থাকার পর ফের মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর এই উৎসব হতে চলেছে। এ বার এই উৎসব ২৩তম বছরে পড়ল।
রাজধানী কোহিমা থেকে ১২ কিলোমিটার দূরে কিসামায়, নাগা হেরিটেজ গ্রামে দশ দিনব্যাপী এই উৎসব চলবে। এমনই জানিয়েছেন নাগাল্যান্ড সরকারের পর্যটন বিষয়ক পরামর্শদাতা এইচ কেহোভি ইয়েপথোমি। ২০১৯-এর পর এ বার প্রথমবার যে হেতু জাঁকজমকের মধ্যে এই উৎসব হবে, সেই কারণে অনেক নতুন নতুন ভাবনা এ বারের উৎসবে নিয়ে আসা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০২০ সালে মাত্র তিন দিনের জন্য প্রতীকী উৎসব পালিত হয়েছিল, তাও ভার্চুয়াল মাধ্যমে। ২০২১-এ উৎসব শুরু হলেও তা মাঝপথে বন্ধ করে দেওয়া হয় মোন জেলার ওটিংয়ে সাধারণ মানুষদের হত্যার প্রতিবাদে।
এ বারের উৎসব যাতে বিশাল ভাবে সাফল্য লাভ করে সেটা দেখার জন্য নাগাল্যান্ডের সকল বাসিন্দার কাছে আবেদন করেছেন ইয়েপথোমি। বিভিন্ন সম্প্রদায় এবং জনজাতির নেতাদের কাছে তাঁর আবেদন, সবাই যেন এগিয়ে এসে একসঙ্গে কাজ করে এই উৎসবকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে। হর্নবিল উৎসবকে পাখির চোখ করে শীতের পর্যটনে আরও সমৃদ্ধির আশা করছে নাগাল্যান্ড।
আরও পড়তে পারেন
উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের
কালীপুজো-দীপাবলি: চলুন দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ স্মৃতিধন্য ভবতারিণীকে