দেবব্রত মুখোপাধ্যায়
প্রতি বছরের মতো এবারেও ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে ২৩তম হর্নবিল ফেস্টিভ্যাল। সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যের অন্যতম রাজ্য হল নাগাল্যান্ড। রহস্যে মোড়া, অত্যন্ত প্রাণবন্ত, ঐতিহ্যবাহী, সংস্কৃতিতে ভরপুর অপূর্ব সুন্দর এই রাজ্য।
নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে ১২কিমি দূরে অবস্থিত হেরিটেজ গ্রাম কিসামাতে এ বারের উৎসব আয়োজিত হয়। উৎসবের উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। উদ্বোধনের দিন তাঁর পরনে ছিল নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী শাল আমুলা কাসকা আর পালক লাগানো টুপি সীপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এ এবং অন্যান্যরা।
এবারের উৎসবে অংশগ্রহণকারী মোট আঠারোটি উপজাতি হল – আংগামী, রেংমা, জেলিয়াং, কুকি, কাছারি, ছাকহেসাং, পোচারী, ছাঙ, আও, কোনিয়াক, ফোম, খিয়ামনিউনগান, ইয়িমখিউয়ং, লাংটাম, লোঠা, লুমি, তিখহিরস এবং গারো।
হর্নবিল উৎসবের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপস্থাপনের মাধ্যমে নাগাল্যান্ডের নানা উপজাতির সংস্কৃতি, জীবনযাপনের গল্প, তাদের সুখ-দুঃখের ইতিবৃত্ত তুলে ধরা হয়।
উৎসবের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী নাগা মোরুংস প্রদর্শনী এবং শিল্প ও কারুশিল্প বিক্রি, খাবারের স্টল, ভেষজ ওষুধের স্টল, ফুলের শো এবং বিক্রয়, গান এবং নাচ, তীরন্দাজি, নাগা কুস্তি, আদিবাসী গেম, ওপেন এয়ার সিনেমা, সঙ্গীত কনসার্ট, রান্না প্রতিযোগিতা আরো অনেক কিছু।
এই অনুষ্ঠান দেখার জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষজনের পাশাপাশি, অন্যান্য দেশের পর্যটকরাও জড়ো হয়েছেন এই গ্রামে। সারাদিন নিজেদের সভ্যতা, সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার পর, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের গ্যালারি পরিষ্কার করার দৃশ্যও মন ছুঁয়ে যায়। উৎসব চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
ছবি: লেখক