চেন্নাই-পুদুচেরিতে ঘূর্ণিঝড়ের আশংকা, পর্যটকদের জন্য সতর্কবার্তা

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ১০ ডিসেম্বর চেন্নাই-পুদুচেরি অঞ্চলে ঘূর্ণিঝড়ের আশংকা রয়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক করা হচ্ছে।

আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি অতিগভীর নিম্নচাপ অবস্থান করছে। এই অতিগভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ৮ ডিসেম্বর সকালে সেটি তামিলনাড়ু-পুদুচেরি-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে আসবে।

এর পর সেটি আরও পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ১০ ডিসেম্বর নাগাদ পুদুচেরি এবং শ্রীহরিকোটার মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করবে। শনিবার সকালে ঝড়টি উপকূল পেরোনোর সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

শুধু ঝড়ই নয়, এর প্রভাবে গোটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও চরম অতি ভারী বৃষ্টিরও আশংকা রয়েছে। সব মিলিয়ে এই সপ্তাহান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা অঞ্চল জুড়েই। তাই এই মুহূর্তে যাঁরা এই অঞ্চলে বেড়াতে গিয়েছেন, তাঁদের বিশেষ ভাবে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *