পশ্চিমবঙ্গেও গড়াবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা, কোন রুটে?

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের অন্যান্য রাজ্যের পর এ বার পশ্চিমবঙ্গেও দৌড়োবে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। মনে করা হচ্ছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস কলকাতার সঙ্গে যুক্ত করবে শিলিগুড়িকে। শিয়ালদা- নিউ জলপাইগুড়ি রুটেই চলবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। 

শিলিগুড়ি জংশন রেলস্টেশেন এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাংসদ রাজু বিস্ত বলেন, কলকাতা থেকে উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু হবে খুব শিগগিরই। শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে মানুষ তাঁদের গন্তব্যে আরও দ্রুত পৌঁছোতে সক্ষম হবে। যার ফলে এলাকার মানুষের সুবিধা হবে। এলাকার উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এক নতুন দিগন্ত খুলে যাবে। 

প্রসঙ্গত, সেমি হাই-স্পিড ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, ভারতে প্রথম চালু হয় ২০১৯-এ। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই সেমি হাই-স্পিড ট্রেনটিতে রয়েছে উন্নত মানের ব্রেকিং সিস্টেম। যা এক দিকে যেমন ট্রেনটির গতি বাড়াতে সাহায্য করে। ঠিক তেমনই আবার গতি কমাতেও সাহায্য করে।

সমস্ত কোচেই রয়েছে স্বয়ংক্রিয় দরজা, যাত্রীদের জন্য জিপিএস-ভিত্তিক অডিও-ভিস্যুয়াল তথ্যপ্রদান ব্যবস্থা। এমনকি ট্রেনেও থাকছে ওয়াই-ফাই। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ্যে আরামদায়ক আসন। সেই সঙ্গে এগজিকিউটিভ ক্লাসে রয়েছে ঘোরানো চেয়ারও।

ইতিমধ্যে ভারত জুড়ে বিভিন্ন রুটে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যার মধ্যে সর্বশেষ ও নয়া সংযোজন মাইসুরু-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসটি। বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই ট্রেনটির শুভ সূচনা করেন। দক্ষিণ ভারতের এটাই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *