ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভ্রমণ অনলাইনডেস্ক: মা হীরাবেন মোদীর মৃত্যুর কারণে কলকাতা সফরে আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বদলে ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন তিনি। শুক্রবার সকাল ১১:৫০ নাগাদ যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস।

এ দিন হাওড়া স্টেশনে বন্দে ভারতের যাত্রাসূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠায় মঞ্চে ওঠেননি মমতা। বদলে মঞ্চের নীচে দাঁড়িয়েই ভাষণ দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ১ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। ভোর ৫:৫৫-এ হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি এনজেপি পৌঁছোবে দুপুর ১:২৫-এ। মাঝপথে ট্রেনটি থামবে বোলপুর, মালদহ এবং বারসোই স্টেশনে। ফিরতি ট্রেনটি বিকেল ৩:০৫-এ এনজেপি থেকে ছেড়ে হাওড়া পৌঁছোবে রাত ১০:৩৫-এ।

তবে এই ট্রেনে ভাড়া অনেকটাই বেশি রাখা হয়েছে। এসি চেয়ার কারের ভাড়া রাখা হয়েছে পনেরোশো টাকা, একজিকিউটিভ ক্লাসের ভাড়া ঠিক করা হয়েছে ২৮৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *