পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত কি ৩০ ডিসেম্বর? জল্পনা তুঙ্গে

ভ্রমণ অনলাইনডেস্ক: বছর শেষ হওয়ার আগেই কি নতুন উপহার পেয়ে যাবে পশ্চিমবঙ্গ? ৩০ ডিসেম্বরই কি বাংলার মাটিতে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা? সূত্রের খবর, এ বিষয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে পূর্ব রেল। রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেন চলার কথা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।

দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা? পূর্ব রেলের তোড়জোড়ের বহর দেখে অনেকেই এমনটা বলছেন। এই জল্পনা যে অমূলক নয় তার ইঙ্গিত মিলেছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কথায়। তিনি বলেন, ‘‘বন্দে ভারতের জন্য যে বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন, সেই কাজ প্রায় শেষ। হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের ঝিল সাইডে গেলেই দেখা যাবে। সেই কাজ শেষ হয়ে গেলে তো আমরা যে কোনো দিন চালাতে পারি। বন্দে ভারতের ৬ নম্বর রেকটি সম্ভবত আমরাই পাচ্ছি। যদি পাই তা হলে আমরা যুদ্ধকালীন তৎপরতায় প্রথম রেক হিসাবে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চালাব, এ রকমই আমাদের পরিকল্পনা।’’

তবে আর মাত্র ৮ দিন পরেই যদি বন্দে ভারত চালু হয় সে ক্ষেত্রে অনেক কাজই বাকি রয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত যে অন্যান্য ট্রেনের চেয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে।

হাওড়া ও এনজেপির মাঝে বন্দে ভারত কোন কোন স্টেশনে দাঁড়াবে, তা নিয়েও সিদ্ধান্ত হয়নি। এর আগে দেশের ৫টি জায়গা থেকে পরিষেবা দেওয়া শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। যদিও গোরুর ধাক্কায় বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষতি হওয়ার বেশ কিছু খবরও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *