আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ

ভ্রমণ অনলাইনডেস্ক: হাওড়া-নিউ জলপাইগুড়ির পর আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। নতুন এই বন্দে ভারত চলবে হাওড়া থেকে পুরী পর্যন্ত। কত ভাড়া হবে বা সপ্তাহে ক’ দিন চলবে, কোন সময় চলবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই এই এক্সপ্রেস চলতে পারে বলে মনে করা হচ্ছে। 

চলতি বছরের শুরুতেই হাওড়া থেকে যাত্রা শুরু করে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। বঙ্গের প্রথম সেমিস্পিড  এক্সপ্রেস চালু হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তা হোঁচট খায়। যাত্রা পথে একাধিক বার বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

এই অবস্থায় পশ্চিমবঙ্গ আর নতুন বন্দে ভারত পাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।  তার মাসখানেক ঘুরতে না ঘুরতেই রেল সূত্রে হাওড়া থেকে জগন্নাথধাম পুরী গামী বন্দেভারত এক্সপ্রেসের পথ চলার খবর পাওয়া গেল।  জানা যাচ্ছে, আগামী মাসেই  যাত্রা শুরু করতে পারে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড এক্সপ্রেস।

যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ট্রেনটি। রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে অনায়াসে টক্কর দিতে পারে। বন্দে ভারতের পুরোটাই এসি চেয়ার কার। প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরবে অর্থাৎ কোচে রয়েছে রিভলভিং চেয়ার। এ ছাড়াও খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে কামরার ভিতরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *