ভারতের যে জায়গাগুলিতে ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন

ভ্রমণ অনলাইনডেস্ক: কথাটা শুনতে খারাপ লাগবে নিশ্চিত। আমাদের নিজেদের দেশ ভারতে এমন বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে বেড়াতে গেলে একজন ভারতবাসীরও বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে। এই বিশেষ অনুমতিকে বলা হয় ইনার লাইন পারমিট (আইএলপি বা ILP)।

মূলত সীমান্ত এলাকায় অবস্থিত রাজ্যগুলিতেই এই আইএলপির ব্যবস্থা রয়েছে। এর ফলে সংবেদনশীল এলাকায় মানুষের চলাফেরার ওপরে একটা নজরদারির পাশাপাশি স্থানীয় জনজাতির সুরক্ষার দিকটাও দেখে প্রশাসন।

দেখে নিই কোন কোন অঞ্চলে এই বিশেষ অনুমতি নিয়ে তবেই ভ্রমণ করবে পারেন সাধারণ মানুষ।

১) অরুণাচল প্রদেশ — অরুণাচল প্রদেশে যাঁরা অস্থায়ী ভাবে শুধুমাত্র ভ্রমণের জন্য যান তাঁদের আইএলপি সাত দিনের জন্য বৈধ থাকে। তবে তা বাড়ানো যেতে পারে। অন্য দিকে যাঁরা রাজ্যে চাকরি নিচ্ছেন এবং তাঁদের নিজেদের পরিবারের সদস্যদের জন্য এক বছরের বৈধতা দেওয়া হয়। অরুণাচল প্রদেশ সরকার আগমনের-ভিত্তিতে-পারমিট (Permit On Arrival) ব্যবস্থা চালু করার কথাও ভাবছে।

২) মিজোরাম — মিজোরাম সরকারের তরফে এই আইএলপি দেওয়া হয়। সাধারণ ভ্রামণিকদের সর্বনিম্ন ৭ দিনের পারমিট দেওয়া হয়। তবে তা আরও ১৫দিন বাড়ানো যেতে পারে। কিছু ক্ষেত্রে সেটিকে এক মাসের জন্যও বাড়ানো হতে পারে।

৩) নাগাল্যান্ড — নাগাল্যান্ড এখন পর্যটন মানচিত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে মূলত জুকু ভ্যালির কারণে। দিন দিন পর্যটকের আগমন এই রাজ্যে বাড়ছে। নাগাল্যান্ডে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু ইনার লাইন পারমিট দরকার। রাজ্য সরকার এই অনুমতি দিয়ে থাকে।

৪) মণিপুর — পরিকল্পনাটি ২০১৮ সালের। ২০১৯-এর ১০ ডিসেম্বর তা বাস্তবায়িত হয়। এর ফলে এখন থেকে মণিপুর যেতেও আপনার আইএলপি প্রয়োজন।

৫) সিকিম – পুরো রাজ্যটা নয়। কিন্তু সিকিমের কিছু কিছু অঞ্চলে যেতে গেলে আইএলপি প্রয়োজন। উত্তর সিকিমের লাচুং, লাচেন ও তার সন্নিহিত অঞ্চল এবং পূর্ব সিকিমের সিল্ক রুট, ছাঙ্গু হ্রদ ও নাথুলায় যেতে হলে এই অনুমতি প্রয়োজন হয়। এই দু’টি অঞ্চলই চিন সীমান্তে বলে এমন সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের।

৬) লাক্ষাদ্বীপ – অবিশ্বাস্য লাগলেও সত্যি যে লাক্ষাদ্বীপের মতো শান্ত, উত্তেজনাহীন জায়গাতেও আপনাকে যেতে হলে আইএলপি লাগবে। আসলে সেখানকার স্থানীয় জনজাতিদের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত। পাঁচ মাসের জন্য এই অনুমতির বৈধতা থাকে।

৭) লাদাখ – এক দিকে পাকিস্তান, অন্য দিকে চিন। অর্থাৎ ভারতের এক অতি সংবেদশীল জায়গা হল লাদাখ। সে কারণে এই কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু জায়গায় যাওয়ার জন্য অনুমতির দরকার হয়।

মেঘালয় সরকারও আইএলপি চালু করার কথা ভাবছে।

আরও পড়তে পারেন

বদলে গিয়েছে আমলাশোল, ঘুরে আসুন আপনিও

কুঙ্কেশ্বর, কোঙ্কন উপকূলের এক মুক্ত

মন্দিরনগরী মল্লভূমে ইতিহাসের হাতছানি

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *