হঠাৎ জলস্ফীতি তিস্তায়, ভয়ঙ্কর দুর্যোগ সিকিমে

ভ্রমণ অনলাইনডেস্ক: গভীর রাতে ভয়াবহ বিপর্যয় সিকিমে। উত্তর সিকিমের চুংথাং-এ জলাধার ফেটে যাওয়ার কারণে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

প্রবল বৃষ্টি তো ছিলই, কিন্তু সেটাই ওই বাঁধ ভাঙার কারণ কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গভীর রাতের এই ঘটনায় তিস্তার তীরবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই প্রশাসনের নির্দেশ মতো রংপো, সিংতাম প্রভৃতি শহরে তিস্তা তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

ভোররাতের দিকে তিস্তার বাড়তি জল এসে পৌঁছোয় রংপো, সিংতামে। জলস্ফীতির কারণে ব্রিজ ভেঙে যায়। সিংতামে ছবির মতো সাজানো সুন্দর ইন্দ্রেনি সেতু নদীগর্ভে চলে যায়। শহরের নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করে। একই পরিস্থিতি তৈরি হয়ে যায় রংপোর ক্ষেত্রেও।

বুধবার সকালের খবর তিস্তার জলস্ফীতির কারণে মেলিতে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে ধসে গিয়েছে। এর ফলে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশঙ্কা, তিস্তার এই বাড়তি জল উত্তরবঙ্গের সমতলে এসে পৌঁছোলে, জলপাইগুড়ি এবং সন্নিহিত অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *