জানুয়ারিতে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম ক্রুজ পরিষেবা, পথে পড়বে কলকাতা ও ঢাকা

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের দীর্ঘতম ক্রুজ পরিষেবা শুরু হতে চলেছে ২০২৩ সালের জানুয়ারিতে। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত চলবে এই ক্রুজ। তবে তাৎপর্যের বিষয় হল এই ক্রুজ যাবে বাংলাদেশের মধ্য দিয়েও। যাত্রাপথে পড়বে কলকাতা এবং ঢাকা।

ভারতের দীর্ঘতম ক্রুজ প্রায় চার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই ক্রুজ পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘গঙ্গা বিলাস ক্রুজ’। উত্তর প্রদেশের বারাণসী থেকে শুরু হবে এই পরিষেবা। গন্তব্য অসমের ডিব্রুগড়। মাঝে রয়েছে কলকাতা এবং ঢাকা।

এই ক্রুজ পরিষেবার মধ্য দিয়ে আপনি ঘুরে নিতে পারবেন কাজিরাঙা এবং সুন্দরবনের মতো দু’টো বড়ো ও জনপ্রিয় জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। এই ক্রুজ পরিষেবার মধ্যে তুলে ধরা হবে গঙ্গা-আরতি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক বৈচিত্র্য ইত্যাদি।

এই ক্রুজের নাম দেওয়া হয়েছে ‘গঙ্গা বিলাস ক্রুজ।’ ক্রুজটি তার প্রথম যাত্রা শুরু করবে ১০ জানুয়ারি ২০২৩। বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে ক্রুজটি কলকাতা আসবে। সুন্দরবনের পথ দিয়ে ক্রুজটি বাংলাদেশ প্রবেশ করবে। পুনরায় ভারতে প্রবেশের আগে ক্রুজটি বাংলাদেশে প্রায় ১,১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। এই ক্রুজটি ১ মার্চ অসমের ডিব্রুগড় জেলার বগিবিলে পৌঁছোবে।

কেন্দ্রীয় নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, এই ক্রুজ পরিষেবা গঙ্গা , ভারত-বাংলাদেশের জলপথ ও ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে প্রায় চার হাজার কিলোমিটারের বেশও পথ অতিক্রম করবে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম এবং অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে এটা জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেন সোনোওয়াল।

আরও পড়তে পারেন

চলুন ঘুরে আসি গুজরাত ১: বডোদরা-মধেরা-পাটন-অমদাবাদ

চলুন ঘুরে আসি রাজস্থান ৪: মাউন্ট আবু-উদয়পুর-চিতোরগড়-বুন্দি-রনথম্ভোর

চলুন ঘুরে আসি রাজস্থান ৩: বিকানের-জৈসলমের-বাড়মের-জোধপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *