নিয়ম শিথিল করল কেন্দ্র, বিমানযাত্রায় আর বাধ্যতামূলক নয় মাস্ক

ভ্রমণ অনলাইনডেস্ক: বর্তমানে ভারতে ক্রমেই কমছে কোভিড। কোভিড যে আর মারাত্মক কোনো রোগই নয়, সেটা বোঝা গিয়েছে। এই প্রেক্ষিতে বিমানযাত্রায় জারি হওয়া বিশেষ নিয়ম প্রত্যাহার করে নেওয়া হল।

সম্প্রতি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিমানযাত্রার ক্ষেত্রে মাস্ক পরাও ফেস কভার ব্যবহার করা আর বাধ্যতামূলক নয়। তবে, যাত্রীদের এর পরও ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রক। এত দিন পর্যন্ত বিমানযাত্রার সময় ফেস কভার ও মাস্ক ব্যবহার করতে বাধ্য ছিলেন যাত্রীরা।

এই বিষয়ে এ দিন উড়ান সংস্থাগুলিকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, কোভিড-১৯ মহামারির মোকাবিলায় নেওয়া ব্যবস্থাগুলি ধীরে ধীরে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সেই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ দিন মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হল বলে জানিয়েছে মন্ত্রক।

মন্ত্রকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এখন থেকে উড়ানের ঘোষণায় শুধুমাত্র বলা হবে যে কোভিডের মোকাবিলায় শুধুমাত্র যাত্রীদের মাস্ক ব্যবহার করা উচিৎ।”

আরও পড়তে পারেন

জানুয়ারিতে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম ক্রুজ পরিষেবা, পথে পড়বে কলকাতা ও ঢাকা

চলুন ঘুরে আসি গুজরাত ১: বডোদরা-মধেরা-পাটন-অমদাবাদ

চলুন ঘুরে আসি রাজস্থান ৪: মাউন্ট আবু-উদয়পুর-চিতোরগড়-বুন্দি-রনথম্ভোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *