বুধবার সিকিমে বন্‌ধ, সমস্যায় পড়তে পারেন পর্যটকরা

ভ্রমণ অনলাইনডেস্ক: সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণের প্রতিবাদে সরব হয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট-সহ একাধিক দল। এই প্রতিবাদ-আন্দোলনে গত শনিবার ও রবিবার কার্যত বন্‌ধের চেহারা নেয় সিকিম। ফের ৮ ফেব্রুয়ারি একই ভাবে প্রতিবাদ-আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আর এক পক্ষ। ফলে, বিপাকে পড়েছেন দেশ-বিদেশের পর্যটকেরা।

এই পরিস্থিতিতে বিজেপির সিকিমের সভাপতি তথা বিধায়ক ডি আর থাপার নেতৃত্বে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’র সদস্য এবং সিকিমের নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে। জানা গিয়েছে, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সিকিমের নেপালিরা অভিবাসী। বিষয়টির প্রয়োজনীয় সংশোধনের আর্জি জানায় প্রতিনিধিদল।

ওই পর্যবেক্ষণ সংশোধনের জন্য শীর্ষ আদালতে আবেদন করেছে রাজ্য সরকার। বিজেপির সিকিম শাখার সভাপতির দাবি, ‘‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সিকিমের নেপালি মানুষজনকে বিদেশি বলে উল্লেখের সংশোধন করা এবং সিকিমবাসীদের সংজ্ঞায় যে পরিবর্তন আনা হয়েছে, তা যথাযথ করার আশ্বাস মিলেছে। বলা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি পর্যালোচনা করে দু’এক দিনের মধ্যে ‘রিভিউ পিটিশন’ করবে আদালতে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, সলিসিটর জেনারেল, আরবিআই, অর্থমন্ত্রক, আইন মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’’

সিকিমের সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রতিনিধি দল আবেদন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার। প্রতিনিধিদলের বক্তব্য, সিকিমের মানুষকে যেন কোনো ভাবে প্ররোচনা না দেওয়া হয়। দাবি করা হয়েছে, যারা প্ররোচনা দিচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

তবে বুধবার যে পক্ষ বন্‌ধের ডাক দিয়েছে, তাদের তরফ থেকে পরিষ্কার করে কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্‌ধ চলবে, বন্‌ধ চলাকালীন তার সমর্থনে কোথাও কোনো মিটিং বা মিছিল করা যাবে না, বন্‌ধ শান্তিপূর্ণ ভাবে পালন করতে হবে। বন্‌ধের আওতা থেকে জরুরি পরিষেবাকে বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *