কেদারনাথের কাছে হেলিকপ্টার ভেঙে ৬ তীর্থযাত্রী ও পাইলটের মৃত্যু

দেহরাদুন: কেদারনাথের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ছ’ জন তীর্থযাত্রীর মৃত্যু হল। মারা গিয়েছেন পাইলটও। দুর্ঘটনাটি ঘটে আজ সকালে পৌনে ১২টা নাগাদ।

হেলিকপ্টারটি তীর্থযাত্রীদের  নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী আসছিল। ওড়ার একটু পরেই গরুড় চটির কাছে সেটি ভেঙে পড়ে।

উত্তরাখণ্ড অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষের সিইও সি রবি শঙ্কর জানান, “দুর্ঘটনাস্থল থেকে ৬ তীর্থযাত্রী ও পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, খারাপ আবহাওয়া ও খুব কম দৃশ্যমানতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে রবি শঙ্কর জানিয়েছেন।

কেদারনাথ-গুপ্তকাশী রুটে অসামরিক পরিবহণ যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গরুড় চটির কাছে হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ার আগে একটা বিকট শব্দ শোনা গিয়েছিল। ওই সূত্র এনডিটিভিকে বলে, “দিল্লি ভিত্তিক কোম্পানি এরিয়ান অ্যাভিয়েশনের একটি বেল ৪০৭ ভিটি-আরপিএন হেলিকপ্টার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে সম্ভবত খারাপ আবহাওয়ার জন্য ভেঙে পড়ে।  

দুর্ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে গোটা এলাকাটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পরিস্থিতির দিকে সব সময় নজর রাখা হচ্ছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় তীর্থযাত্রী ও পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়তে পারেন 

মঙ্গলবার থেকেই উত্তর সিকিমের পারমিট দেওয়া শুরু প্রশাসনের

কালীপুজো-দীপাবলি: শান্তিপুরে বড়ো গোস্বামী বাড়িতে আগমেশ্বরীর কালীপুজোয় সহিষ্ণুতার কাহিনি     

শীতকালীন পর্যটনকে বিস্তার করতে বিশেষ উদ্যোগ কাশ্মীরের, হেলিকপ্টার পরিষেবা চালু করার ভাবনা

বিশ্বের সব থেকে পরিবেশবান্ধব শহরের শিরোপা পেল হায়দরাবাদ

কালীপুজো-দীপাবলি: মা-ই-ত কালীর পুজোয় মেতে উঠছে সোনামুখী

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *