বিশ্বের সব থেকে পরিবেশবান্ধব শহরের শিরোপা পেল হায়দরাবাদ

ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের সব থেকে পরিবেশবান্ধব শহরের শিরোপা পেল তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদ। প্যারিস, মনট্রিয়েল, বোগোটা, মেক্সিকোকে পিছনে ফেলে এই সম্মান ছিনিয়ে নিল নিজামের শহর। কোন শহর পরিবেশ নিয়ে কতটা সচেতন, তার উপর ভিত্তি করে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রডিউসার’ দক্ষিণ কোরিয়ার জেজুতে এই পুরস্কারটি ঘোষণা করে।

ভারতের প্রথম শহর হিসাবে হায়দরাবাদ এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্বের দরবারে হায়দরাবাদ শহরের এই স্বীকৃতি ভারতের অনেক রাজ্য ও শহরকে সবুজায়নের লক্ষ্যে উদ্ধুদ্ধ করতে সাহায্য করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

সবুজায়নের লক্ষ্যে বিগত বহু বছর পরিবেশবিদরা লড়াই চালিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন। কিন্তু পরিবেশবিদের সতর্কবাণীতে কর্ণপাত না করে সবুজ ধ্বংস করায় পরিবেশ দূষণের মতো দানব থাবা বসিয়েছে মাত্রাতিরিক্ত।

এ বিষয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন, “এই আন্তর্জাতিক পুরষ্কারগুলি প্রমাণ করে যে, রাজ্য সরকার নগর উন্নয়ন কর্মসূচিকে দৃঢ় ভাবে বাস্তবায়ন করে দেশকে সবুজ ফল দিচ্ছে। এই স্বীকৃতি আমাদের কাছে ভীষণ গর্বের। ভারতের একমাত্র হায়দরাবাদ শহর এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, আমরা খুবই আনন্দিত।”

সবুজ তেলঙ্গানা গঠনের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘এই পুরস্কারের মাধ্যমে রাজ্য সরকারের প্রচেষ্টা এবং পরিবেশ-বিষয়ক নীতিগুলি বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে।”

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: মা-ই-ত কালীর পুজোয় মেতে উঠছে সোনামুখী

কালীপুজোর ছুটিতে বিশাখাপত্তনম বা ওড়িশা যাচ্ছেন? সতর্ক থাকুন আবহাওয়া নিয়ে

পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে

কালীপুজো-দীপাবলি: চলুন সেখানে যেখানে মায়ের দু’টি পায়ের ছাপ পূজিত হয় জঙ্গলিকালী হিসাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *