কালীপুজো-দীপাবলি: চলুন সেখানে যেখানে মায়ের দু’টি পায়ের ছাপ পূজিত হয় জঙ্গলিকালী হিসাবে

ভ্রমণঅনলাইন ডেস্ক: দিন দশেক পরেই দীপান্বিতা অমাবস্যা। সেই অমাবস্যায় এই বাংলার নানা প্রান্তে ধুমধাম করে কালীপুজো হয়। প্রস্তুতি চলছে তার। চলুন যাওয়া যাক মুর্শিদাবাদ জেলার নশীপুরে, ডাকাতকালী দর্শনে। 

ইনি জঙ্গলিকালী বা ডাকাতকালী হিসাবে পরিচিত। তবে এখানে মা কালীর কোনো মূর্তি নেই। বিগ্রহের বদলে রয়েছে মায়ের দু’টি পায়ের ছাপ। সেই পদচিহ্নই ভক্তিভরে পুজো করা হয়। মুর্শিদাবাদের নশীপুর এলাকার এই জঙ্গলিকালী বা ডাকাতকালী আনুমানিক ৫০০ বছরের পুরোনো। স্থানীয় অধিবাসীরা অন্তত তাই বলেন।

স্বাভাবিক ভাবেই মা কালীর পায়ের ছাপকে ঘিরে রয়েছে এক লৌকিক কাহিনি। কোনো এক সময়ে নশীপুরের এই এলাকা ছিল জঙ্গলে পরিপূর্ণ। ডাকাতরা বসবাস করত এই এলাকায়, মায়ের পুজো করে তারা ডাকাতি করতে যেত। সে রকমই এক দিন মায়ের পুজোর শেষে ডাকাতদল ডাকাতি করতে যায় এবং খালি হাতে ফিরে আসে। কিছু না পাওয়ার রাগ গিয়ে পড়ে মা কালীর উপর। তারা আক্রমণ করে বসে মা কালীকে। ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য পাশের একটি কুয়োতে ঝাঁপ দেন মা কালী। মা কালী অন্তর্হিত হন, থেকে যায় শুধু তাঁর পদযুগলের ছাপ। ওই ছাপ রয়েছে মায়ের বেদি ও কুয়োর পাশে।

৫০০ বছর ধরে ওই পায়ের ছাপকেই পুজো করে আসছেন এখানকার মানুষজন। কালীপুজোর সময়ে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই জঙ্গলি কালী বা ডাকাত কালীর পুজো দেখার জন্য।

জঙ্গলী কালীপূজা।

একটি বহু প্রাচীন নিম গাছ রয়েছে এখানে। সেই গাছ থেকে মাঝে মাঝেই বিভিন্ন আওয়াজ শুনতে পাওয়া যায়। এলাকাবাসীরা মনে করেন, গাছটিতে কালীমায়ের সহচরীরা থাকেন, যে কারণে মন্দির সংস্কার হলেও গাছটি কাটা হয়নি।

সারা বছর ধরে পুজো হলেও কালীপুজোর দিনে মানুষের ভিড় থাকে চোখ পড়ার মতন। বিশ্বাস, আস্থা সমস্ত কিছু নিয়েই জঙ্গলি কালী আজও আকর্ষণের কেন্দ্রে।

কী ভাবে যাবেন

কলকাতা থেকে বহরমপুর হয়ে নশীপুর ২৫২ কিমি। গাড়িতে যেতে পারেন অথবা বাসে বহরমপুর গিয়ে সেখান থেকে বাস বা গাড়িতে যেতে পারেন।

ট্রেনে যেতে হলে বহরমপুর অথবা আজিমগঞ্জ চলুন। সেখান থেকে বাসে বা গাড়িতে চলুন নশীপুর। আজিমগঞ্জ থেকে নশীপুর ২০ কিমি এবং বহরমপুর থেকে নশীপুর ২৫ কিমি।

নশীপুরের ডাকাত কালী দেখতে গিয়ে দু’টো দিন মুর্শিদাবাদে কাটিয়ে যান। দেখে নিন সিরাজের স্মৃতিধন্য মুর্শিদাবাদ।   

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: মা সারদার স্মৃতি বিজড়িত ডাকাতকালীর পুজো সিঙ্গুরে

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছ

চলুন উত্তরাখণ্ডের সেই গ্রামে যেখানে পূজিত হন না হনুমান

খাঁড়ি, নারকেল গাছ, সমুদ্র — এক টুকরো কেরলের স্বাদ পেতে চলুন অন্ধ্রপ্রদেশের ডিন্ডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *