শীতকালীন পর্যটনকে বিস্তার করতে বিশেষ উদ্যোগ কাশ্মীরের, হেলিকপ্টার পরিষেবা চালু করার ভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: শীতকালে জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র, সোনামার্গ, গুলমার্গের বাইরে দুর্গম এলাকাগুলিতে পর্যটকদের বিশেষ পা পড়ে না। এর মূল কারণ হল তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়া। যার ফলে অসাধারণ একটা সৌন্দর্য থেকে বঞ্চিত থেকে যান পর্যটকরা।

শীতকালীন পর্যটনকে এ বার এই সোনমার্গ-গুলমার্গের বাইরে বিস্তার করার উদ্যোগ নিচ্ছে কাশ্মীর প্রশাসন। বরফের কারণে যে জায়গাগুলি দুর্গম হয়ে পড়ে, সেখানে শীতকালে হেলিকপ্টার পরিষেবার মধ্যে দিয়ে পর্যটকদের আকর্ষিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বন্দিপুরা এবং কুপওয়ারা জেলার দু’টি অসাধারণ টুরিস্ট স্পট হল যথাক্রমে গুরেজ এবং কারনাহ। নিয়ন্ত্রণরেখার একেবারে কাছাকাছি অবস্থিত এই জায়গাগুলি শীতে অনন্য রূপ নেয়। কিন্তু তুষারপাতের ফলে রাস্তা বন্ধ থাকার কারণে এই জায়গাগুলির সৌন্দর্য উপভোগই করতে পারেন না পর্যটকরা। কাশ্মীরের প্রশাসন ভাবছে আসন্ন শীতেই হেলিকপ্টার পরিষেবা চালু করে পর্যটকদের আকর্ষিত করার ব্যবস্থা নেওয়া হবে।

এর ফলে, গত ৭০ বছরের মধ্যে এই প্রথম বার শীতে গুরেজ এবং কারনাহ পর্যটকদের জন্য খোলা থাকবে। পাশাপাশি, এই জায়গাগুলিতে ‘স্কি’-সহ নানা রকম অ্যাডভেঞ্চার ক্রীড়ারও ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে প্রশাসন।

উল্লেখ্য, বছরখানেক হল কাশ্মীরে পর্যটকদের আগমন বেড়ে গিয়েছে কয়েক গুণ। এ বছর তো রেকর্ড সংখ্যক পর্যটক এই কেন্দ্রসাশিত অঞ্চলে বেড়াতে গিয়েছেন। কাশ্মীর পর্যটনের কর্তারা এর জন্য খুশি। সেই কারণেই আরও পর্যটক টানার জন্য কী কী করা যায়, সেই চিন্তাভাবনাই সব সময় করে চলেছেন প্রশাসনিক কর্তারা।

আরও পড়তে পারেন

উল্কাপাতের ফলে তৈরি, বদলে যায় জলের রং! সেই রহস্যে ঘেরা হ্রদ দেখে আসুন

পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে

অতিমারিকালে ভ্রমণ: টিকা না নেওয়া পর্যটকদের স্বাগত জানাচ্ছে ১১৮টি দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *