উল্কাপাতের ফলে তৈরি, বদলে যায় জলের রং! সেই রহস্যে ঘেরা হ্রদ দেখে আসুন

ভ্রমণ অনলাইন ডেস্ক:জানেন কি ভারতে এমন একটি হ্রদ আছে যার জলের রং বদলে যায় মাঝেমধ্যেই। সেই হ্রদকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনকেন্দ্র। যদিও এখনও সে ভাবে পর্যটকদের পা পড়ে না এখানে।

মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের বুলধনা জেলার লোনারে অবস্থিত এই হ্রদটিকে ঘিরে রয়েছে এক চাঞ্চল্যকর ও রহস্যময় গল্প। ৫০ হাজার বছর আগে উল্কাপাতের কারণে একটি বিশাল বড়ো গহ্বর তৈরি হয়েছিল এখানে। সেটা লোনার ক্রেটর (Lonar Crater) হিসেবে পরিচিত হয় গোটা দেশে।

ওই ক্রেটরেই তৈরি হয় বিশাল বড়ো হ্রদ। কোভিড লকডাউনের মাঝে লোনার হ্রদের জলের এই রং বদল ঘিরেই শোরগোল পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। জলের রঙ বদলে গোলাপি হয়ে যায়।

রং বদলের কারণ নিয়ে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যেও ছিল ধন্দ। জলের নীচে থাকা জলজ উদ্ভিদের রং পরিবর্তনকে দায়ী করেছিলেন কেউ। কেউ আবার জানিয়েছিলেন, লকডাউনের জেরে দূষণ কমে যাওয়াই এর কারণ। হ্রদের বদলে যাওয়া রঙের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল।

শুধু রং বদলই নয়, আরও অনেক রহস্য রয়েছে পরিধিতে প্রায় ১.২ কিলোমিটার এই হ্রদকে কেন্দ্র করে। অদ্ভুত এই হ্রদে একই সঙ্গে দুই ধরনের অম্লত্বের জল দেখা যায়, যা পরস্পর মিশ্রিত হয় না। আশ্চর্যের বিষয় হল, এই হ্রদের মাটিতে যে ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তা অবিকল চাঁদের মাটিতে পাওয়া খনিজের মতো।

এই চাঞ্চল্যকর হ্রদটিকে আপনার বাকেট লিস্টে রাখুন। ভারতের অনেক জায়গাতেই তো ঘুরেছেন, একবার এই লোনার হ্রদটা দেখে আসুন।

কী ভাবে যাবেন?

কলকাতা থেকে লোনার যেতে হলে মুম্বইগামী যে কোনো ট্রেনে আপনাকে আকোলা পর্যন্ত যেতে হবে। আকোলা থেকে লোনারের দূরত্ব ১২৫ কিলোমিটার। ঘণ্টা তিনেক সময় লাগবে। গাড়ি পেয়ে যাবেন।

কোথায় থাকবেন?

লোনারে থাকার জন্য সব থেকে আদর্শ জায়গাটি হল মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন নিগমের টুরিস্ট রিসর্ট। হ্রদের একদম সামনেই এই রিসর্টটা। ঘর থেকেই উপভোগ করতে পারেন রহস্যময় এই হ্রদকে। এখানে এসি সুপার ডিলাক্স ঘরের ভাড়া ১৯০০ টাকা। অনলাইনে বুক করার জন্য লগইন করুন মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইটে (www.mtdc.co.in)।

আরও পড়তে পারেন

কালীপুজোর ছুটিতে বিশাখাপত্তনম বা ওড়িশা যাচ্ছেন? সতর্ক থাকুন আবহাওয়া নিয়ে

পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে

কালীপুজো-দীপাবলি: মা সারদার স্মৃতি বিজড়িত ডাকাতকালীর পুজো সিঙ্গুরে

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *