আধ্যাত্মিক পর্যটনে জোয়ার আনতে ‘নর্মদা পরিক্রমা’ শুরু করছে মধ্যপ্রদেশ

ভ্রমণ অনলাইনডেস্ক: ভারতের পর্যটনের একটা বিশেষ ধারা হল আধ্যাত্মিক পর্যটন। সেই ধারা মেনেই এ বার মধ্যপ্রদেশ পর্যটন ‘নর্মদা পরিক্রমা’ ট্যুরের সূচনা করল। এর জন্য বিশেষ প্যাকেজেরও ঘোষণা করেছে। এর মধ্যে দিয়ে নর্মদার পাড় বরাবর বিশেষ পরিক্রমার স্বাদ নিতে পারবেন পর্যটকরা।

সম্প্রতি, জবলপুরে মধ্যপ্রদেশ পর্যটনের অন্তর্গত হোটেল কালচুরি রেসিডেন্সিতে এই পরিক্রমা প্যাকেজের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিনোদ গোটিয়া।

গোটিয়া বলেন, ১৪ রাত ১৫ দিনের প্যাকেজ রাখা হচ্ছে নর্মদা পরিক্রমার জন্য। এটা শুরু হবে জবলপুর থেকে। সেখান থেকে যাওয়া হবে অমরকণ্টক। তার পর মান্ডলা, কারেলি, হোসাঙ্গাবাদ, হানডিয়া, ওঙ্কারেশ্বর, রাজপিপলা, খাটপোর, মিথি তলাই, বরোদ্রা, ঝাবুয়া, মহেশ্বর, উজ্জ্বয়িনী, সলকনপুর, বুদনি ঘুরে ফিরিয়ে আনা হবে জবলপুরেই।

ভূপালের দিক দিয়েও একটা প্যাকেজ শুরু হবে। সেখান থেকে উজ্জ্বয়িনী, ওঙ্কারেশ্বর, রাজপিপলা, কাঠপোর, মিঠি তলাই, ঝাবুয়া, মান্ডু, মাহেশ্বর, সলকনপুর, জবলপুর, অমরকণ্টক, মান্ডলা, কারেলি, হোসাঙ্গাবাদ ঘুরে আবার ভূপালে ফিরে আসা।

প্যাকেজটা পড়বে জনপ্রতি ৬৩ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকার মধ্যে। প্যাকেজে থাকা, ঘোরা এবং দিনে তিন বেলা খাওয়া ধরা থাকবে।

আরও পড়তে পারেন

শীতকালীন পর্যটনকে বিস্তার করতে বিশেষ উদ্যোগ কাশ্মীরের, হেলিকপ্টার পরিষেবা চালু করার ভাবনা

বিশ্বের সব থেকে পরিবেশবান্ধব শহরের শিরোপা পেল হায়দরাবাদ

কালীপুজো-দীপাবলি: মা-ই-ত কালীর পুজোয় মেতে উঠছে সোনামুখী

কালীপুজোর ছুটিতে বিশাখাপত্তনম বা ওড়িশা যাচ্ছেন? সতর্ক থাকুন আবহাওয়া নিয়ে

পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *