ভ্রমণ অনলাইনডেস্ক: বর্ষায় অনেকে বেড়াতে যেতে চান না। ভাবেন প্রবল বৃষ্টি মানেই একরাশ সমস্যা, বিপত্তি। কিন্তু আমাদের দেশে এমন কিছু জায়গা আছে, যেখানে বর্ষাতেই সৌন্দর্য বেড়ে যায়। এমনই একটা জায়গা হল গোয়া।
বর্ষায় গোয়া অনন্যা। দ্বিধাহীন ভাবেই বলে দেওয়া যায় যে ভারতের সব থেকে ছোট্ট রাজ্যটার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সমুদ্রসৈকত। কিন্তু সত্যিই কি শুধুমাত্র সমুদ্রসৈকত দিয়ে এই রাজ্যটাকে সীমাবদ্ধ করে রাখা যায়? কখনোই নয়। পশ্চিমঘাট পর্বতমালা আর আরব সাগরের মেলবন্ধনে অসামান্য একটা রাজ্য গোয়া। যার পশ্চিম দিকে রয়েছে একের পর এক সুন্দর সৈকত, আর পূর্ব দিক দিয়ে তাকে পাহারা দিচ্ছে সুউচ্চ পশ্চিমঘাট।

শুধুমাত্র কয়েকটা সমুদ্রসৈকতকে দিয়ে গোয়াকে আদৌ চেনা যায় না। গোয়াকে চিনতে হলে বাঁধা গতের পয়েন্টের বাইরে বেরিয়ে ভালো করে চিনতে হবে এই রাজ্যটাকে। গোয়া মানে আরও অনেক কিছুই। গোয়া মানে ভারতের পঞ্চম উচ্চতম জলপ্রপাত, দুধসাগর। বর্ষায় যার ভয়ংকর সুন্দর রূপ, মানুষকে কাছে টেনে নেয়।
বর্ষার গোয়া মানে ফুলেফেঁপে ওঠা আরও একাধিক জলপ্রপাত, বেশ কয়েকটি জাতীয় উদ্যান। গোয়া মানে সুন্দর এক গুহামন্দির, গোয়া মানে সুবিশাল এক হ্রদ। বর্ষার গোয়া মানে অঝোরধারায় বৃষ্টি, ছাতাতেও যা মাঝেমধ্যে বাঁধ মানে না। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বেরিয়ে পড়া। বৃষ্টিকে থোড়াই কেয়ার করে কাকভেজা হয়ে যাওয়া।

শুধুই কি দুধসাগর? বামনবুড়ো, আরভেলেম, চেম্বেল-সহ একাধিক জলপ্রপাত রয়েছে এই রাজ্যে, যাদের রূপ খুলে ওঠে বর্ষাকালে। বর্ষার গোয়া মানে চারিদিক সবুজ। যা এক দিকে যেমন চোখের আরাম অন্য দিকে মনেরও শান্তি। সব মিলিয়ে বলাই যায় যে গোয়া ছোট্ট, কিন্তু তার হৃদয় অনেক বড়ো।
তাই বর্ষা বলে গোয়াকে উপেক্ষা করবেন না। দিন চারেকের সময় নিয়ে ঘুরে আসুন এই ছোট্ট রাজ্যটাকে চিনে নিতে।