পর্যটক টানতে দিঘায় জলের নীচে পার্ক গড়ে তোলার ভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: দিঘায় নতুন আন্ডারওয়াটার পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জলের তলা দিয়ে থাকবে অ্যাক্রালিকের সুড়ঙ্গ। তাই দিয়ে সমুদ্রের নীচের দৃশ্যের সাক্ষী হতে পারবেন পর্যটকরা।

হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা হিডকো ইতিমধ্যেই এই প্রকল্পের নকশা ও পরিকল্পনার জন্য ভারতীয় তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে। নতুন এই আন্ডারওয়াটার পার্কটি একেবারে অন্য রকম হতে চলেছে।

সরকারি আধিকারিকদের দাবি, অনেকটা সিঙ্গাপুরের ধাঁচে এটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাবমেরিন মিউজিয়াম নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরে সেখান থেকেই এই নয়া নিমজ্জিত সুড়ঙ্গ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, এই সুড়ঙ্গের ফলে আরও বেশি করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে দিঘা।

সুড়ঙ্গটি অ্যাক্রালিকে নির্মিত হবে। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আশেপাশে ও উপর দিয়ে সামুদ্রিক প্রাণীকূলের চলাফেরা লক্ষ করা যাবে। তা ছাড়া সমুদ্রের তলদেশ ঠিক কেমন হয়, তাও অনুভব করা যাবে। এর মাধ্যমে সামুদ্রিক জীবকূলের প্রতি আমজনতার আগ্রহ বাড়বে।

হিডকো এর জন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে পর্যালোচনার দায়িত্ব দিতে চাইছে। প্রাথমিক নকশা তৈরি করবে সেই সংস্থা। একই সঙ্গে পরিবেশগত ঝুঁকির বিষয়গুলিও খতিয়ে দেখতে হবে। সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সেও হিডকো এই প্রকল্পের ভাবনা পাঠাচ্ছে।

আরও পড়তে পারেন

তিন বছর পর ফের চালু হল মাথেরনের টয়ট্রেন পরিষেবা

সময়ের আগেই তুষারপাত গুলমার্গ, সোনমার্গে, আনন্দে মাতলেন পর্যটকরা

দু’বছর পর আবার মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *