ভ্রমণ অনলাইনডেস্ক: আদিবাসী শিল্প ও সংস্কৃতি প্রচার করার উদ্দেশ্যে ১ নভেম্বর থেকে ছত্তীসগঢ়ে শুরু হবে জাতীয় আদিবাসী নৃত্য উৎসব। রায়পুরের সায়ান্স কলেজ গ্রাউন্ডে আয়োজিত এই উৎসবে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় দেড় হাজার শিল্পী যোগ দেবেন।
পাশাপাশি মোজাম্বিক, রাশিয়া, মঙ্গোলিয়া, টঙ্গো, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সার্বিয়া, নিউজিল্যান্ড এবং মিশর থেকেও অংশগ্রহণকারীরা এই উৎসবে যোগ দেবেন।
এই উৎসব প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, “আদিবাসীদের সার্বিক উন্নয়নের স্বার্থে গত তিন বছরে আমাদের সরকার অনেক পদক্ষেপ করেছে। এই উৎসবের মধ্যে দিয়ে আমরা আদিবাসী-সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। এর মধ্যে দিয়ে আমরা ছত্তীসগঢ়কে আদিবাসীদের বিশ্ব সম্মেলনস্থল হিসেবে গড়ে তুলতে চাই।”
বাঘেল আরও বলেন, “আমরা তিনটে নীতি নিয়ে আদিবাসীদের জন্য কাজ করে চলেছি — বিকাশ, বিশ্বাস এবং সুরক্ষা।”
আরও পড়তে পারেন
তিন বছর পর ফের চালু হল মাথেরনের টয়ট্রেন পরিষেবা
পাখিকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ভাবনা পাহাড়-ডুয়ার্সে
কালীপুজো-দীপাবলি: মা সারদার স্মৃতি বিজড়িত ডাকাতকালীর পুজো সিঙ্গুরে