ভ্রমণ অনলাইনডেস্ক: মুম্বইয়ের সব থেকে কাছের শৈলশহর মাথেরন। সমুদ্রতল থেকে আড়াই হাজার ফুটের কিছু বেশি উচ্চতায় অবস্থিত এই শৈলশহরের অন্যতম মূল আকর্ষণ টয়ট্রেন পরিষেবা। নেরাল থেকে মাথেরন, এই কুড়ি কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটা।
তিন বছর পর আবার সেই টয়ট্রেন পরিষেবা চালু হয়েছে। মধ্য রেলের তরফে এই খবর পাওয়া গিয়েছে। তারা জানিয়েছে যে এখন থেকে প্রতি দিন নেরাল থেকে মাথেরনের মধ্যে দু’টি ডাউন এবং মাথেরন থেকে নেরালের মধ্যে দু’টি আপ ট্রেন চলবে।
মাথেরন পাহাড়ের পাদদেশে অবস্থিত নেরাল। মুম্বইয়ের সঙ্গে লোকাল ট্রেনে সংযুক্ত নেরাল। ফলে পর্যটকরা প্রথমে লোকাল ট্রেনে নেরাল এসে তার পর টয়ট্রেনে মাথেরন পর্যন্ত যেতে পারেন। ২০১৯ সালের আগস্টে প্রবল বৃষ্টির কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার পর থেকেই বন্ধ ছিল এই পরিষেবা।
১৯০৭ সালে এই টয়ট্রেন পরিষেবা চালু হয়। মাথেরন গাড়ি চলাচল করে না। ভারতের একমাত্র শৈলশহর যেখানে হেঁটে ঘুরে বেড়াতে হয়। এই টয়ট্রেনই শুধুমাত্র মাথেরন শহরের মধ্যে ঢুকে যায়। ফলে এই পরিষেবা চালু হওয়ার পর মাথেরনে পর্যটকদের আনাগোনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়তে পারেন
সময়ের আগেই তুষারপাত গুলমার্গ, সোনমার্গে, আনন্দে মাতলেন পর্যটকরা
দু’বছর পর আবার মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব
উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের