ঘূর্ণিঝড়ের ভয়ে পরিকল্পনা বাতিল করবেন না, দিঘা-বকখালিতে সাবধানতা অবলম্বন করুন

ভ্রমণ অনলাইনডেস্ক: ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে দিঘা, মন্দারমণি, বকখালিতে ভ্রমণের পরিকল্পনা করেছেন? ভাবছেন ঘূর্ণিঝড়ের ভয়ে সেটা বাতিল করে দেবেন। না, বাতিল করতে হবে না। নিশ্চিন্তে ভ্রমণে বেরিয়ে পড়ুন। তবে সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ এই সময়ে সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসবে। কিন্তু তার পর সেটি কী রকম আচরণ করবে এখনও পর্যন্ত আলিপুরের তরফে কিছু জানানো হয়নি।

কিন্তু উত্তর বঙ্গোপসাগরের জলের পরিস্থিতি বিচার করে মনে করা হচ্ছে যে বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঝড় নিয়ে যতটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, আদতে তার কিছুই হবে না। ঘূর্ণিঝড়ের বাংলা উপকূল অতিক্রম করার সম্ভাবনা খুবই কম। সে যদি বাংলার উপকূল অতিক্রম করার সিদ্ধান্ত নেয়, তা হলে অতি গভীর নিম্নচাপ হিসেবে করবে। আর যদি সে ঘূর্ণিঝড়ই থাকে, তা হলে বাংলার উপকূলকে বেয়াত করে বাংলাদেশের দিকে চলে যাবে। ফলে এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে মারাত্মক দুর্যোগের আশংকা খুবই কম।

তবে ২৩ থেকে ২৫ অক্টোবর আবহাওয়া খারাপ থাকবে। ২৩ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৪ এবং ২৫ অক্টোবর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে। ঝোড়ো হাওয়ার গতিবেগ বড়োজোর ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে। তবে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে, যার থেকে সাবধান হতে হবে পর্যটকদের।

তাই এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সমুদ্রের কাছে যাবেন না। কিন্তু আতংকিত হয়ে ভ্রমণের পরিকল্পনা বাতিল করবেন না।

আরও পড়তে পারেন

সময়ের আগেই তুষারপাত গুলমার্গ, সোনমার্গে, আনন্দে মাতলেন পর্যটকরা

দু’বছর পর আবার মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *