কফিতে চুমুক দিতে দিতে উপভোগ করুন সমুদ্র, দিঘায় কফি হাউসের পরিকল্পনা

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনকেন্দ্র দিঘার মুকুটে যুক্ত হচ্ছে ‘স্বরবর্ণ ক্যাফে’। সমুদ্র-পাড়ে বসে বিশ্বের কফি উপভোগ করতে পারবেন পর্যটকেরা। যা পর্যটকদের দিঘার প্রতি টান আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে। দিঘায় নতুন এই কফি হাউস গড়ে তোলার পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পর্যটনকেন্দ্র দিঘার আকর্ষণ আরও বাড়ানোর কথা মাথায় রেখে কফি হাউসের আদলে একটি ক্যাফে তৈরির কথা ঘোষণা করেন। নিজেই নামকরণ করেন ‘স্বরবর্ণ ক্যাফে’। এখানে বসে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে কফির পেয়ালায় চুমুক দিতে পারবেন পর্যটকরা। অর্থাৎ জমিয়ে আড্ডা দেওয়ার আরও একটি নতুন ঠিকানা হল সৈকতশহর দিঘায়।

কয়েক বছর আগেই কলকাতার ‘কফি হাউস’-এর মতো দার্জিলিংয়ে ইতিমধ্যে খোলা হয়েছে ‘ক্যাফে হাউস’। পাহাড়ের পর এ বার দিঘার সমুদ্রসৈকতেও তাঁরই উদ্যোগে গড়ে উঠছে নতুন এই ক্যাফে। এ বার দিঘা সফরে গিয়ে জেলাশাসককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সৈকত-বরাবর হেঁটে দিঘার সৌন্দর্যায়নের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। তখনই কফি হাউস গড়ে তোলার কথা বলেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *