কাংড়া অঞ্চলকে ‘পর্যটন রাজধানী’ ঘোষণা করার পরিকল্পনা হিমাচলের

ভ্রমণ অনলাইনডেস্ক: প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে এক রাজ্যে একাধিক রাজধানী থাকতেই পারে। যেমন শীতকালীন-গ্রীষ্মকালীন রাজধানী হয়। আবার কোনো রাজ্যে কার্যনির্বাহী রাজধানী আলাদা হয় তো আইনি রাজধানী আলাদা হয়। কিন্তু এই সবের বাইরে বেরিয়ে সম্পূর্ণ নতুন একটা ধারা আনতে চাইছে হিমাচল প্রদেশ।

‘পর্যটন রাজধানী’র মধ্যে দিয়ে নতুন একটি দিক খুলতে চাইছে হিমাচল। কাংড়াকে সে রাজ্যের পর্যটন রাজধানী ঘোষণা করতে চাইছে তারা। এই মর্মে কাজও শুরু হয়ে গিয়েছে। কাংড়ার উন্নয়নের খাতে অর্থবরাদ্দও হয়ে গিয়েছে। ধৌলাধার পর্বতশ্রেণি হোক বা পালমপুরের চা বাগান, কাংড়ার দুর্গ হোক বা জেলা জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মন্দির হোক, পর্যটকদের আকর্ষণ করার মতো একাধিক দ্রষ্টব্য রয়েছে কাংড়ায়।

ধরমশালা, ম্যাকলিয়ডগঞ্জ, পালমপুর, বীর-বিলিং, চামুণ্ডাদেবী পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। চামুণ্ডায় কিছু দিনের মধ্যে রোপওয়ে পরিষেবাও শুরু হয়ে যাবে। আবার বীর-বিলিংকে ভারতের প্যারাগ্লাইডিংয়ের রাজধানীও বলা হয়।

এই সব কারণেই কাংড়া এখন যথেষ্ট জনপ্রিয়। আর সেই জন্যই এই জেলাকে ‘পর্যটন রাজধানী’ হিসেবে গড়ে তোলার ব্যাপারে তৎপর হিমাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *