সোমবার থেকে পাঁচ দিনের বার্ষিক উৎসব আলিপুর চিড়িয়াখানায়, শিশুদের জন্য থাকছে প্রতিযোগিতা

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী সোমবার ১৪ নভেম্বর শিশু দিবস পালনের মধ্য দিয়ে শুরু হবে আলিপুর চিড়িয়াখানার বার্ষিক উৎসব। পাঁচ দিন ব্যাপী এই উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উৎসবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু শিশুরা।

প্রাণীদের সঙ্গে কী ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যায় সে ব্যাপারে আগত পর্যটকদের সচেতন করতে নানা রকম পোস্টারে সাজানো হবে গোটা চিড়িয়াখানা। পাশাপাশি এই উৎসবে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শিশুরা যোগ দিতে পারবে এই প্রতিযোগিতায় এবং পুরস্কার জেতার ব্যবস্থা রয়েছে।

পাঁচ দিনের এই উৎসবের প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ‘বন্যপ্রাণী’ থিমের ওপরে ছবি আঁকতে হবে। অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের আঁকার বিষয়টা একটু শক্ত। তাদের জন্য বিষয় হল, ‘ওয়াইল্ড অ্যানিম্যালস ইন দেয়ার রেস্পেক্টিভ হ্যাবিট্যাট’। অর্থাৎ নিজেদের বাসস্থানে বন্যপ্রাণীরা।

আরও বড়ো বয়সি পড়ুয়াদের আঁকার বিষয়বস্তু আরও একটু শক্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আঁকতে হবে বিপন্ন প্রাণী সংরক্ষণ বিষয়বস্তুর ওপরে ছবি। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীদের তিন হাজার এবং তৃতীয় স্থানাধিকারীদের দু’ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া আরও কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে নাট্য প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাও। ১৭ নভেম্বর লিখন প্রতিযোগিতা এবং উৎসবের শেষ দিন তথা ১৮ নভেম্বর পোস্টার আঁকার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত দু’ বছরের করোনাকালে এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ ছিল। তাই এ বার এই উৎসবে অনেক মানুষ আসবেন, সেই ব্যাপারে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়তে পারেন

মন্দিরনগরী মল্লভূমে ইতিহাসের হাতছানি

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি

বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *